অ্যাডিলেড: অ্যাডিলেড ওভালের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বোলারদের নাম৷ মাত্র চার ওভারে ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে ফেলার পর ডিনারের আগে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ভারতীয় বোলাররা৷ জসপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ে ডিনার ব্রেকে অস্ট্রেলিয়া স্কোর দু’ উইকেটে ৩৫ রান তুলেছে৷ অর্থাৎ ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে অজিবাহিনী৷

ভারতের মতো অস্ট্রেলিয়া ইনিংসের শরুুটাও ভালো হয়নি৷ প্রথম চার ওভার ভারতীয় বোলারদের বিরুদ্ধে স্কোর বোর্ডে কোনও রান যোগ করতে পারেননি দুই অজি ওপেনার ম্যাথু ওয়েড এবং জো বার্নস৷ উমেশ যাদব ও জসপ্রীত বুমরাকে সমীহ করে অজি ওপেনিং জুটি৷ শেষ পর্যন্ত পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন ওয়েড৷

শুরুতে ভারতীয় পোসারদের বিরুদ্ধে মোটেই স্বচ্ছন্দ দেখায়নি অজি ওপেনারদের৷ প্রথম ১৪ ওভারে মাত্র ১৬ রান তোলেন ওয়েড ও বার্নস৷ প্রথম স্পেলে দারুণ বোলি করেন উমেশ যাদব৷ ৬ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ৬ রান দেন তিনি৷ বুমরাহও দারুণ বোলিং করেন৷ ১৭তম ওভারে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন বুমরাহ৷ ১৭তম ওভারের প্রথম বলেই ম্যাথু ওয়েড এলবিডব্লিউ করেন করে তিনি৷ ৫১ বল খেলে মাত্র ৮ রান করেন তিনি৷

১৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ একই ওভারে অপর ওপেনার বার্নসকে ফেরান বুমরাহ৷ ওভারের শেষ ডেলিভারিতে বার্নসের বিরুদ্ধে ক্যাচে আবেদেন করেন ভারত৷ সেই আবেদেন সাড়া দেন আম্পায়ার৷ কিন্তু আম্পায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে রিউভ নেয় অস্ট্রেলিয়া৷ কিন্তু রিভিউতে দেখা যায় বল ব্যাট লাগেনি, পায়ে লেগেছে৷ এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরেন বার্নস৷ ৪১ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন বার্নস৷ ২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া৷

তবে ডিনার ব্রেকের আগে আরও একটি উইকেট হারাত অস্ট্রেলিয়া৷ কিন্তু বাউন্ডারির ধারে মার্নাস ল্যাবুশানের সহজ ক্যাচ ছাড়েন বুমরাহ৷ মহম্মদ শামির বলে হুক করতে গিয়ে লং-অনে ক্যাচ তোলেন ল্যাবুশানে৷ কিন্তু সহজ ক্যাচ ছেড়ে তা বাউন্ডারিতে পাঠান বুমরাহ৷ ফলে জীবনদান পেয়ে ডিনার ব্রেকে ১৬ রানে ক্রিজে রয়েছেন ল্যাবুশানে৷ তাঁর সঙ্গে এক রানে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ৷

এর আগে এদি শুরুতেই ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে ফেলে অজি পেস অ্যাটাক৷ ২৪৪ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস৷ ১৮৮ রানে তিন উইকেট থেকে ২৪৪ রানে অল-আউট ভারত৷ অর্থাৎ শেষ সাত উইকেটে ৫৬ রান যোগ করে টিম ইন্ডিয়া৷ বিরাট কোহলির রান-আউটের পরই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া৷ এদিন মাত্র ৪.১ ওভারে ভারতীয় ইনিংসের শেষ চারটি উইকেট তুলে নেন অজি বোলাররা৷ বৃহস্পতিবার স্কোরের সঙ্গে এদিন মাত্র ১১ রান যোগ করে ভারত৷ ৫৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন বাঁ-হাতি অজি পেসার৷ আর বিশ্বের এই মুহর্তের এক নম্বর বোলার কামিন্স নেন তিনটি উইকেট৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।