দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, সতর্ক হতে হবে সরকারকে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থানে চলে গিয়েছে। আমেরিকার পরই নাম রয়েছে এই দেশের। শুক্রবার সুপ্রিম কোর্ট দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর জানিয়েছে যে নির্দেশিক ও এসওপি বাস্তবায়নের অভাবে ভারতে কোভিড–১৯ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

করোনার বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ
সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি ও এমআর শাহেপ বেঞ্চ বলেছেন, ‘বিশ্বের সকলেই কোনও না কোনওভাবে ভুগছেন। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ।' আরও সতর্কতা ও নজরদারি করার আহ্বান জানিয়ে বেঞ্চ জানিয়েছে, কর্তৃপক্ষ কার্ফু বা লকডাউন আরোপের সিদ্ধান্ত নিলে তা অবশ্যই আগে থেকে ঘোষণা করতে হবে যাতে লোকেরা তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারে।

পুলিশ নিয়োগ বাড়াতে হবে
শীর্ষ আদালতের মতে, যাঁরা কোভিড-১৯-এর নির্দেশিকা ও এসওপি লঙ্ঘন করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে, এমনকী তাঁদের অবস্থান-পদ নির্বিশেষে। বিচারপতিদের বেঞ্চ এও জানিয়েছেন যে ফুড কোর্ট, খাওয়ার জায়গা, সবজি বাজার, সবজি মাণ্ডি, বাস স্টপ, রেল স্টেশন সহ জন সমাগম হয় এইসব স্থানে বেশি করে পুলিশ নিয়োগ করা প্রয়োজন। কোনও উৎসব পালনের জন্য অনুমতি নয়, কড়াভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত এও জানায় যে এ জাতীয় সমাবেশে অংশ নেওয়া লোকের সংখ্যা যাচাই করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।

কোভিড টেস্ট বাড়াতে হবে
সুপ্রিম কোর্ট জানিয়েছে যে দেশে করোনা টেস্ট বাড়ানো দরকার এবং সরকারের উচিত সঠিক তথ্য প্রকাশ্যে নিয়ে আসা। নয়তো মানুষ ভুলভাবে পরিচালিত হবে এবং তাঁরা মনে করবে যে দেশে করোনা পরিস্থিতি ভালো আছে এবং তাঁরা সব নির্দেশ এড়িয়ে চলবে।

স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের বিশ্রাম প্রয়োজন
সুপ্রিম কোর্ট এও বলেছে, ‘আর একটি বিষয় হল ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের ক্লান্তি। আট মাস ধরে অক্লান্ত পরিশ্রমের কারণে তাঁরা ইতিমধ্যে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। কিছু ব্যবস্থার মাধ্যমে তাঁদের মাঝে মাঝে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হতে পারে।'
কেরলের শপিং মলে শ্লীলতাহানি মালায়লাম অভিনেত্রীর, সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন গোটা ঘটনা