ম্যান ইউ-তে ১০ বছরের পুত্র, গর্বিত বাবা কিংবদন্তি ওয়েন রুনি
বাবা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করার প্রতিশ্রুতিবদ্ধ হলেন পুত্র। কিংবদন্তি ওয়েন রুনির পদাঙ্ক অনুসরণ করে প্রিয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই সই করলেন তাঁর দশ বছরের ছেলে কাই। গর্বিত পিতার সঙ্গে পুত্র ও নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভইরাল হয়েছেন ওয়েন রুনির স্ত্রী কলিন।

ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার ওয়েন রুনি ২০০৪ সালে এভারটন থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছিলেন। এরপর একই ক্লাবের জার্সি গায়ে ১৪ বছর কাটিয়ে দিয়েছেন ব্রিটিশ কিংবদন্তি। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবের হয়ে ৫৫৯টি ম্যাচ খেলে ২৫৩টি গোল করেছেন ১০ নম্বর জার্সিধারী। ২০১৭ সালে শেষবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছিল রুনিকে।
তিন বছর পর বাবার পুরনো ক্লাবেই সই করলে ওয়েন রুনির দশ বছরের ছেলে কাই। বাবার মতো ১০ নম্বর জার্সি বরাদ্দ হয়েছে পুত্রেরও। নিজের যোগ্যতায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ১০ নম্বর জার্সি অর্জন করতে পারায় পুত্রকে নিয়ে গর্বিত হয়েছেন কিংবদন্তি ওয়েন রুনি। গর্বিত হয়েছেন তাঁর স্ত্রী কলিন রুনিও। কাইয়ের সঙ্গে নিজের ও রুনির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কলিন। লিখেছেন, গর্বের দিন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করল কাই। ছেলেকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন কলিন রুনি।
আমিতের আসার আগেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা শুভেন্দুকে, বিজেপি যোগের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে