কেন্দ্র-রাজ্য রুদ্ধশ্বাস সংঘাত এবার 'সুপ্রিম ' পথে! আইপিএস ইস্যুতে একচুল জমি না ছেড়ে লড়াই মমতার
আইপিএসদের ডেপুটেশন ইস্যুতে একচুল জমি না ছেড়ে লড়াইয়ের রাস্তায় গেল মমতা সরকার। অমিত শাহের মন্ত্রকের সঙ্গে মমতা প্রশাসনের যে সংঘাত গত ২ জদিন ধরে আইপিএস দের ডেপুটেশন ঘিরে সম্পন্ন হয়, এদিন তা নিয়েই চড়ল পারদ।

সুপ্রিম কোর্টে সরকার
সূত্রের দাবি, জেপি নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশন দেওয়া নিয়ে এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে। এই যুদ্ধে মমতার সারথী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের বক্তব্য
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি হাইকোরর্টের একটি রায়ে বলা হয়েছে যে , কেন্দ্র চাইলেও ডেপুটেশন ইস্যুতে রাজ্য অফিসারদের নাও পাঠাতে পারে। আর এই রায়কে হাতিয়ার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

আইপিএসদের মনোবল ও মমতার সাফ বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই তাঁর টুইটে সাফ জানিয়েছেন যে রাজ্যে কর্মরত আধিকারিকদের নীতি থেকে বিচ্যূত করার ও তাঁদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মমতা বলেছেন, এটি অসংবিধানিক ও কোনওভাবেই মেনে নেওয়া যায়না।

কেন্দ্রের নিয়ন্ত্রণ ইস্যু
মমতার দাবি, এইভাবে রাজ্যের ক্ষমতা খর্ব করে কেন্দ্র ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে চাইছে। মূলত, জেপি নাড্ডার সফরকালে রাজ্যের তিন জন আউপিঅস অফিসার তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই সময় নাড্ডার কনভয়ে হামলা ঘিরে তাঁদের কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ আসে। এরপর থেকেই সংঘাত তুঙ্গে।
অমিত শাহের কলকাতায় সফরের দিনেই শহরে জিতেন্দ্র, কোন পথে এগোচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক