• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উদ্বেগ বাড়ছে দেশের স্বাস্থ্য মহলে, মারণ করোনার কবলে আইসিএমআর প্রধান বলরাম ভার্গব

  • |

শুরু থেকেই করোনা যুদ্ধে দেশকে দিশা দেখিয়ে এসেছেন। করোনা মোকাবিলায় সরকারকে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ। দেশবাসীকে দিয়েছে করোনাকালীন একাধিক সতর্কবার্তা। এমনকী দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন প্রস্তুতিতেও রেখেছেন বড়সড় অবদান। যা নিয়ে কথা হচ্ছে তিনি হলেন তিনি আর কেউ নন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধান ডাঃ বলরাম ভার্গব। এবার করোনার হাত থেকে রেহাই পেলেন না তিনিও।

উদ্বেগ বাড়ছে দেশের স্বাস্থ্য মহলে, মারণ করোনার কবলে আইসিএমআর প্রধান বলরাম ভার্গব

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শরীরে একাধিক করোনা উপসর্গ দেখতে পান আইসিএমআর প্রধান। অবশেষে তার করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। চিকিৎসার জন্য এই মুহূর্তে এইমসে ভর্তি রয়েছেন বলেও খবর। যদিও বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে বিশদ কিছু জানা যায়নি। এদিকে বলরাম ভার্গবের করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উদ্বেগ বাড়ছে দেশের স্বাস্থ্য মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন দেশের করোনা মোকাবিলায় তৈরি কেন্দ্রীয় টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি দেশব্যাপী করোনা চিকিৎসা ও টিকাকরণের তদারকির মূল দায়ভারও ছিলও তাঁর উপর। একইসাথে দীর্ঘদিন থেকেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিবের দায়িত্বও সামলেছেন অধ্যাপক ভার্গব। স্বাস্থ্যখাতে অবদানের জন্য এর আগেই পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও।

বামপন্থাতেই ভরসা, ২০১৯-এ ভরাডুবির পর কেরলে কীভাবে ঘুরে দাঁড়াল বিজয়নের বাম জোট?

English summary
concerns are growing in the countrys health sector icmr chief balaram bhargava tested corona positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X