ঢাকা: বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শাখা সংগঠন যুবলীগ কর্মী। ফলে তীব্র অস্বস্তিতে সরকার।
এর আগে ভাঙচুর করা হয় বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। সেই ঘটনায় ধৃতেরা ইসলামপন্থী সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে।
মুজিবুর রহমান ও বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে কুষ্টিয়ায়। গোঁড়া ইসলামপন্থী দলগুলির দাবি, মুসলিম সংখ্যাগুরু বাংলাদেশে কোনও ভাস্কর্য থাকবে না। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য তৈরি ঘিরে তাদের হুঁশিয়ারিতে আলোড়িত বাংলাদেশ। তবে সরকার অনড় সেই ভাস্কর্য প্রতিষ্ঠিত করতে।
এই বিতর্কের মাঝে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
কুমারখালির কয়া গ্রাম বিপ্লবী বাঘা যতীনের পৈত্রিক ভিটে। সেখানেই তাঁর আবক্ষ ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় কয়া মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হারুন অর রশিদ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম আতিক জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
বিপ্লবী বাঘা যতীনের পৈতৃক বাসস্থান বাংলাদেশের কয়া গ্রামে। এখানেই আছে তাঁর আবক্ষ ভাস্কর্য। কুষ্টিয়াবাসী এই কারণে গর্বিত। বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম ৭ ডিসেম্বর ১৮৭৯ সালে। অসম সাহসী এই বিপ্লবী ব্রিটিশদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ওড়িশার বালেশ্বরের কাছে শহীদ হন ১৯১৫ সালে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.