• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উড়ন্ত বিরাটের দুরন্ত ক্যাচ! সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ফুলঝুড়ি

বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে চালকের আসনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব। উল্টোদিকে জঘন্য ফিল্ডিং করে বোলারদের কাজ কিছুটা হলেও কঠিন করে দেন পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়ারা। তার মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ক্যাচ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে।

উড়ন্ত বিরাটের দুরন্ত ক্যাচ! সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ফুলঝুড়ি

অ্যাডিলেড টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাবেন তরুণ ক্যামেরন গ্রিন। সাবলীল ঢঙেই তাঁর ব্যাট থেকে ২৪ বলে ১১ রান চলে আসে। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে একটি চারও মারেন গ্রিন। একই বোলারের বলে আউটও হয়ে যান অস্ট্রেলিয়ার তরুণ তুর্কি। তাঁর ক্যাচ নিতে কোনও ভুল করেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

রবিচন্দ্রণ অশ্বিনের ওই ওভারে সিলি মিড অনে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। সেখান থেকে ডানদিকে ঝাঁপিয়ে তরুণ ক্যামেরনের ক্যাচ ধরেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ক্যাচ নেওয়ার পর টুপি খুলে নিজস্ব ঢঙে দর্শকদের অভিবাদনও কুড়িয়ে নেন বিরাট। তা দেখে মুগ্ধ হন ধারাভাষ্যকাররা। মাঠে বিরাট কোহলির উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ, তা তাঁরা মেনে নেন।

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FAmanprabhat9%2Fstatus%2F1339851725595762689&widget=Tweet

টিম ইন্ডিয়ার অধিনায়কের উড়ন্ত ক্যাচ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। একের পর এক মিস ফিল্ডিংয়ের দিনে বিরাটের নিখুঁত ক্যাচ এক দৃষ্টান্ত বলে মনে করেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কেউ কেউ টিম ইন্ডিয়ার অধিনায়ককে বিমান এবং পাখির সঙ্গে তুলনা করেছেন।

প্রথম ভারতীয় বোলার হিসেবে স্মিথের বিরুদ্ধে অফবিট রেকর্ড অশ্বিনের

English summary
Social media lauds on Team India captain Virat Kohli's flying catch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X