কলকাতা: বাংলায় প্রতিদিনই সুস্থতার হার বাড়ছে৷ এটা স্বস্তির খবর হলেও, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার৷ বেশ কিছুদিন ধরে বাংলায় মৃত্যুহার একই জায়গায় দাঁড়িয়ে আছে৷

শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৭২৯ জন৷ বৃহস্পতিবার ছিল ২,৭৪৭ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪ হাজার ৩৫৩ জন৷ ফলে সুস্থতার হার বেড়ে ৯৪.৬৮ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৯৪.৫৬ শতাংশ৷ অর্থাৎ প্রতিদিনই বাড়ছে সুস্থতার৷

তবে উদ্বেগের বিষয় সুস্থতার হার বাড়লেও, বাড়ছে না মৃত্যুহার৷ ১৭ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মৃত্যু হার ১ দশমিক ৭৪ শতাংশ৷ যা গত এক সপ্তাহ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে৷ বাড়ছেও না,কমছেও না৷

বিস্তারিত আসছে…

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।