• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষিমন্ত্রীকে চিঠি দেশের ১০ খ্যাতনামা অর্থনীতিবিদের

  • |

এখনও নিজেদের দাবিতে অনড় দিল্লির আন্দোলনরত কৃষকেরা। ইতিমধ্যেই দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ শুরু ২২ দিনেরও বেশি সময় অতিক্রান্ত হলেও রোজই নতুন করে বাড়ছে জমায়েত। উল্টে কৃষি আইন বাতিল না করা পর্যন্তদৃ গোটা দেশব্যাপী রেল অবরোধেরও ডাক দিয়েছেন কৃষকরা। এমতাবস্থায় এবার 'অগণতান্ত্রিক’ কৃষি আইন বাতিলের দাবিতে কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন দেশের ১০ খ্যাতনামা অর্থনীতিবিদ।

নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষিমন্ত্রীকে চিঠি দেশের ১০ খ্যাতনামা অর্থনীতিবিদের

চিঠিতে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য দশ অর্থনীতিবিদ লেখেন, “ আমরা মনে করি দেশের সামগ্রিক কৃষি ব্যবস্থার উন্নতির জন্য কৃষি বিপণন ব্যবস্থারই আমূল পরিবর্তন সম্ভব। কিন্তু নয়া কৃষি আইন কখনওই সেই রাস্তা প্রশস্ত করে না। বেশ কিছু ক্ষতিকারক ও ভুলে ভরা সিদ্ধান্তের উপর নির্ভর করে এই কৃষি আইন তৈরি করা হয়েছে। তাই এর দ্বারা কৃষকরা তাদের নাহ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হতে পারেন। বড় সড় ক্ষতির মূখে পড়বেন দেশের সিংহভাগ ক্ষুদ্র কৃষক।

পাশাপাশি কৃষি আইন বাতিলের পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে দেশের সামগ্রিক কৃষক স্বার্থ ও কৃষি বাজারের উপর সরকারি নিয়ন্ত্রণেরও ভালো-মন্দ দিকের কথা চিঠিতেই তুলে ধরেন অর্থনীতিবিদেরা। এছড়াও নয়া আইনে একাধিক ক্রটির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। এদিকে চিঠি প্রেরকের তলিকায় রয়েছেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডাঃ নরসিমা রেড্ডি, ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট এবং সোশ্যাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক কামাল নয়ন কাবরা,চন্ডীগড়ের সিআরআরআইডি-র অধ্যাপক সুরিন্দর কুমার সহ একাধিক নামজাদা অর্থনীতিবিদ।

English summary
letters from 10 eminent economists of the country to the minister of agriculture demanding repeal of the new agriculture act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X