• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সেনসেক্সে নয়া রেকর্ড! বাজার পার করল ৪৭ হাজারের গণ্ডি

  • |

গত এক সপ্তাহ ধরেই চড়চড় করে হাজার পয়েন্টের কাছাাছি এগিয়েছে সেনসেক্স। আর এদিন ১৮ ডিসেম্বর নতুন রেকর্ড গড়ে সেনসেক্স পার করল ৪৭ হাজারের গণ্ডি। বিদেশী ফান্ড ফ্লোয়ের মাঝেই প্রফিট বুকিং একটি অন্যস্তরে উন্নিত হয়েছে শুক্রবার সকালে। এরপরই চড়চড় করে এগোয় সেনসেক্স।

সেনসেক্সে নয়া রেকর্ড! বাজার পার করল ৪৭ হাজারের গণ্ডি

একদিনের মধ্যে সর্বোচ্চ ৪৭ হাজারের গণ্ডি পার ঘটনা ভারতের সেনসেক্সের বুকে এক ঐতিহাসিক কাণ্ড। এদিন সেনসেক্স ৪৭,০২৬.০২ তে গিয়ে দাঁড়ায়। এনএসসি নিফটি ৪৪.৯০ পয়েন্ট নিচে নামতে শুরু করে। এর আগে এটি সর্বোচ্চ ১৩,৭১৩.৫৫ পয়েন্টে আটকে যায়। প্রসঙ্গত, এদিনের দৌড়ে লাভবান হয়েছে টিসিএস, এইচসিএল, ইনফোসিস। এছাড়াও বাজাজ অটো এদিন লাবহের খাতায় ছিল বলে দেখা যায়।

এদকে, গত সেশনে সেনসেক্স থামে ৪৬.৮৯০.৩৪ এ। পয়েন্টের বিচারে তা ২২৩.৮৮ । প্রসঙ্গত,বিশ্বজুড়ে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। ভারতেও তার প্রভবা পড়েছে। মূলত, আমেরিকার ফেডারাল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত থাকায় বেকারত্ব ও মূল্যবৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি না হওয়ায়, আর্থিক সহায়তা বজায় রাখা হয়েছে এই প্যাকেজে। আর তার জেরেই চাঙ্গা বাজার।

English summary
Sensex Crosses 47,000-mark for First Time Ever, know the latest update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X