বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ! শুভেন্দু গড়ে তৃণমূলের অফিসে এবার অভিষেকের ছবি
কাঁথিতে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) সহায়তা কেন্দ্র দখলের অভিযোগ তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে। হলদিয়ায় আইএনটিটিইউসি অফিসেও সরানো হয় শুভেন্দু অধিকারীর ছবি। যে ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি ও হলদিয়া। শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডার কথায় এভাবে অফিস দখল করে কোনও লাভ হবে না। শুভেন্দু অধিকারী মানুষের হৃদয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার কাঁথিতে খোলা হয়েছিল শুভেন্দুর সহায়তা কেন্দ্র
কাঁথি শহরে তৃণমূলের ব্যবসায়ী সমিতির অফিসের রং ছিল নীল সাদা। গত শনিবার সেই অফিসের রং গেরুয়া করে দিয়েছিলেন দাদার অনুগামীরা। নেতৃত্বে ছিলেন তৎকালীন জেলা তৃণমূলে সম্পাদক শুভেন্দু অনুগামী বলে পরিচিত কনিষ্ক পণ্ডা। সেখানে বোর্ড লাগিয়ে খোলা হয়েছিল শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র। যদিও এর পরেই ওই নেতাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়।

এদিন সকালে অফিসের রং নীল সাদা
অভিযোগ এদিন সকালে কাঁথি শহরের ৪ নম্বর ওয়ার্ডের ওই সহায়তা কেন্দ্রে চড়াও হন তৃণমূলের কর্মীরা। গেরুয়া রং মুছে দিয়ে, ফের তা নীল সাদা করে দেওয়া হয়। খবর পৌঁছতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতির দাবি ব্যবসায়ী সমিতির দফতরটি অবৈধভাবে দখল নিয়েছিল কনিষ্ক। কিন্তু ব্যবসায়ীদের কেউ গেরুয়া শিবিরে যেতে রাজি নয়। ব্যবসায়ীদের অনুমোদন ছাড়াই সেটিকে গেরুয়া রং করা হয়েছিল। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি। এই অফিসটি এখন তৃণমূলের দখলে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

হলদিয়ায় আইএনটিটিইউসি অফিসে অভিষেকের ছবি
এদিন হলদিয়াতেও উত্তেজনা দেখা দেয়। হলদিয়ায় আইএনটিটিইউসি অফিসে শুভেন্দু অধিকারীর ছবি সরিয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টানিয়ে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

তৃণমূলের বিরুদ্ধে দখলদারি রাজনীতির অভিযোগ
এব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর অনুগামী কনিষ্ক পণ্ডা। তিনি বলেছেন, তৃণমূলের কাজই হল দখল করা। এভাবে ওরা ভোটে জিততে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ওরা এভাবেই দখল নিয়ে চলেছে, কিন্তু তারা মানুষের মনের দখল নিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন। এলাকাবাসীর আগ্রহেই সহায়তা কেন্দ্রটি খোলা হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। কনিষ্ক পণ্ডা কটাক্ষ করে বলেছেন, দিদি অনেক দেরি করে ফেলেছেন। দিদির তৃণমূলে আর কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। এদিন তিনি বলেছেন, আম্ফানের থেকেও প্রবল ঝাড় আসছে, গেরুয়া ঝড়।
মমতার পায়ের তলার মাটি কাড়তে এবার বাংলায় আসছেন বিজেপির ৭ নেতা! শাহের সফর ঘিরে কোন নীল নকশা