আইএসএল ২০২০-২১ : কেমন দল নিয়ে মাঠে নামতে চলেছে নর্থইস্ট ও জামশেদপুর
শুক্রবারের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল মোকবিলা হাড্ডাহাড্ডি হবে বলে আশা ফুটবলপ্রেমীদের। কারণ শক্তিশালী জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে থার্ড বয় নর্থইস্ট ইউনাইটেড। দুই দলই তাদের শেষ জয় হাসিল করেছিল দুই ম্যাচ আগে। ফলে শুক্রবার জিতে ধারা ভাঙতে বদ্ধপরিকর নর্থইস্ট ও জামশেদপুর। সেই আবহে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক। কোথায় এবং কখন হবে ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

নর্থইস্ট ইউনাইটেডের সম্ভাব্য প্রথম একাদশ
গুরমিত সিং (গোলরক্ষক), ডিলান ফক্স, বেঞ্জামিন ল্যামবট, গুরজিন্দর কুমার, আশুতোষ মেহেতা, খাসা কামারা, লুইস মচাদো, লালেনমায়োইয়া, ইদ্রিসা সিলা, সুহের ভিপি, নিনথোইনগানবা মেতেই।

জামশেদপুর এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
রেহনেশ টিপি (গোলরক্ষক), পিটার হার্টলে, স্টিফেন এজে, রিকি লালাউমাউমা, করণ আমিন, মোবাশির রহমান, অ্যালেক্স, নেরিজাস ভালসকিস, উইলিয়াম লালনুনফেলা, জ্যাকিচাঁদ সিং, আলেকজান্ডার লিমা।

দুই দলের সম্ভাব্য ছক
শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন জামশেদপুর এফসি। এই ছকেই মুম্বই এফসি-র বিরুদ্ধে দল সাজিয়েছিলেন ভালসকিসদের কোচ। অন্যদিকে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৪-৩-৩ ছকেই দল সাজাতে পারেন নর্থইস্ট ইউনাইটেডের কোচ।

কোথায় এবং কখন ম্যাচ
শুক্রবার তিলক ময়দানে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টার এবং জিও টিভি-তে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখবেন ফুটবল প্রেমীরা।
আইএসএলে নর্থইস্টের মুখোমুখি জামশেদপুর, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?