বাংলায় দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের হার আরও কমল, বাড়ছে স্বস্তি
এদিন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে ২২৪৫ জন। একইসঙ্গে আরও খানিক বাড়ল সুস্থতার হার। দৈনিক মৃত্যু ৪৪ জনের। এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনায়ও মৃত্যুর হার খানিক কমল। সবমিলিয়ে স্বস্তির খবর বিভিন্ন জেলায়।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘন্টায় বাংলায় ২২৪৫ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৪৫৬ জন। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫ লাখ ১ হাজার ৬২৪ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৪৭ জন।

একদিনে মৃত ৪৪
বাংলায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৪ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৩৫ জন। এই মুহূর্তে বাংলায় রোগের সঙ্গে লড়াই করছেন ১৯ হাজার ৫৮৭ জন। সুস্থতার হার কিছুটা বাড়ায় প্রতি ১০০ জনে সুস্থ হয়ে উঠেছেন ৯৪.৫৬ শতাংশ মানুষ।

কতজনের ভাইরাস পরীক্ষা
গত ২৪ ঘন্টায় বাংলায় ৪২ হাজার ৪৭৩ জন মানুষের করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৬৫ লক্ষ ৮১ হাজার পেরিয়ে গিয়েছে। যার মধ্যে আক্রান্ত ৮.০৬ শতাংশ মানুষ। প্রতি ১০ লক্ষ জনে বাংলায় পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ১২৭ জনের।

করোনা কবলিত দুই জেলার কী চিত্র
কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় মোট এবং দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টায় ৫২৪ জন এবং উত্তর ২৪ পরগনায় ৫০৫ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনায় একদিনে ১২ জন মারা গিয়েছেন।