দিন-রাতের টেস্টে সবচেয়ে বেশি স্কোর করেছে কোন দল? ভারতের স্থান কোথায়?
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের প্রথম দিনেই ২৩৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছেন বিরাট কোহলিরা। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ও অল-রাউন্ডার রবিচন্দ্রণ অশ্বিন টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস কতটা টেনে নিয়ে যেতে পারেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। সেই আবহে দিন-রাতের টেস্টে সবচেয়ে বেশি স্কোর করা চার দলের তালিকা দেখে নেওয়া যাক।

শীর্ষে অস্ট্রেলিয়া
২০১৯ সালে অ্যাডিলেড ওভালেই দিন-রাতের টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে ৫৮৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ৩৩৫ রান করেছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। দিন-রাতের টেস্টে সেটিই এখনও পর্যন্ত সেরা স্কোর।

দ্বিতীয় পাকিস্তান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান ২০১৬ সালে দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া দিন-রাতের টেস্টে ৩ উইকেট হারিয়ে ৫৭৯ রান করে ইনিংস ঘোষণা করেছিল। ৩০২ রান করে অপরাজিত ছিলেন আজহার আলি।

তৃতীয় ইংল্যান্ড
২০১৭ সালে বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলেছিল ইংল্যান্ড। ওই ম্যাচে ৮ উইকেট হারিয়ে ৫১৪ রান করে ইনিংস ঘোষণা করেছিল ব্রিটিশরা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এই স্কোর।

চতুর্থ শ্রীলঙ্কা
তালিকার চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা ২০১৭ সালে দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ৪৮২ রান করেছিল। ১৯৬ রান করেছিলেন দিমুথ করুণারত্নে।

ভারতের সর্বোচ্চ স্কোর
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অধিনায়টক বিরাট কোহলি।
টটেনহ্যামকে হারিয়ে ফের প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষে লিভারপুল