আইএসএল ২০২০-২১ : ছেত্রীর উড়ন্ত গোলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে বেঙ্গালুরু এফসি
সুনীল ছেত্রীর উড়ন্ত গোলে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে এক গোলে এগিয়ে থাকল বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধে হরমনজোৎ খাবরাদের গতির কাছেই কার্যত হার মানল ওড়িশা এফসি। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।

প্রত্যাশামতো শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে বেঙ্গালুরু এফসি। ওড়িশা এফসির গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুনীল ছেত্রীরা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ব্যর্থ হতে হয় বেঙ্গালুরু এফসি-কে। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে আসে ওড়িশা এফসিও। তবে লড়াই হাড্ডাহাড্ডি চলতে থাকে।
প্রথমার্ধের সময় যত ফুরোতে থাকে, আক্রমণে তত ঝাঁঝ বাড়াতে থাকে বেঙ্গালুরু এফসি। বক্সে ছটফট শুরু করেন অধিনায়ক সুনীল ছেত্রী অ্যান্ড কোং। তার জেরেই সফলতা মেলে ম্যাচের ৩৮তম মিনিটে। অভিজ্ঞ হরমনজোৎ খাবরার দুর্দান্ত ক্রসে শূন্য উড়ে বলে মাথায় ছুঁয়ে গোল করেন ছেত্রী। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
প্রথমার্ধে ৫৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বেঙ্গালুরু এফসি। ওড়িশা এফসি-র গোলমুখে সাতটি শট নেন সুনীল ছেত্রীরা। ২৪৫টি পাস খেলার পাশাপাশি দুটি কর্নার অর্জন করে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে ওড়িশা এফসি-র ঝুলিতে থাকে ৪২ শতাংশ বলের নিয়ন্ত্রণ। নিজেদের মধ্যে ১৮৩টি পাস খেলেন মার্সেলিনহোরা। প্রথমার্ধে একটি কর্নার অর্জন করতে সক্ষম হয় ওড়িশা এফসি।
আজকের ম্যাচ জিতলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে উঠে যাবে বেঙ্গালুরু এফসি। হেরে গেলে ৬ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানেই দাঁড়িয়ে থাকবে ওড়িশা এফসি।