নয়াদিল্লি: আজকের দিনে সাধারণের কাছে ইয়ার ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। যে কোন সময় মানুষজন ব্যবহার করে থাকেন এই ডিভাইস। এবারে ভারতের বাজারে আনা হয়েছে নয়া ওয়্যারলেস ডিভাইস। অল্প দামের মধ্যে এই ডিভাইস নিয়ে আসার ফলে সুবিধা হবে সাধারণের। এছাড়া উন্নত ব্যাটারি লাইফের সঙ্গে আনার এই ডিভাইস আনার ফলে সুবিধা হবে সাধারণের।
জানা গিয়েছে, ভারতীয় বাজারে এই ডিভাইসের দাম রাখা হউয়েছে ২৪৯৯ টাকা। ইতিমধ্যে এই ওয়্যারলেস ইয়ার ফোন আনা হয়েছে একটি রঙে। ওয়েবসাইটে কম দাম দেখা গেলেও তা জানানো হয়েছে লঞ্চ উপলক্ষে রাখা হয়েছে। এছাড়া জানা গিয়েছে এটি অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে ১৩ এমএম ড্রাইভার। যার ফলে সাউন্ডের উপরে নিয়ন্ত্রন কড়া যাবে সহজেই এবং বাইরের শব্দ যাতে না ঢুকতে পারে সেদিকেও খেয়াল রাখা হবে।
এতে রয়েছে ব্লু টুথ ৫.০ সুবিধা। এছাড়া জানা গিয়েছে এই ডিভাইস এসবিসি এবং এএসি অডিও প্রোফাইল সাপোর্ট করবে। এমনকি এটি android , ios দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এছাড়া এতে রয়েছে ৪৫ এমএএইচ ব্যাটারি। ফলে টানা ৪ ঘণ্টা এটি নাগাড়ে ব্যবহার করা যাবে।
এছাড়া এতে র্যেছে ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা। এছাড়া রয়েছে হ্যান্ডস ফ্রি কলের সুবিধা। এছাড়া রয়েছে টাচ কন্ট্রোল এবং তার সঙ্গে রয়েছে অতিরিক্ত বেশ কিছু সুবিধা। এই কম দামের মধ্যে এই জাতীয় উন্নত ডিভাইস আনার ফলে মনে কড়া হচ্ছে সুবিধা হবে সকলের।