নামছে তাপমাত্রা, জারি শৈত্যপ্রবাহের সতর্কতা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর একনজরে
সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকায় আকাশ পরিষ্কার। বুধবারের থেকে তাপমাত্রা (weather) একডিগ্রির ওপর কমলেও সেরকম শীতের অনুভব নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে জাঁকিয়ে শীত পড়বে। যা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

উত্তর ভারতে জাঁকিয়ে শীত
মধ্যপ্রদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ায় শীতের পথে আর বাধা নেই। অন্যদিকে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও নেই। ফলে সেখানে জাঁকিয়ে শীত পড়েছে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডিগড়, পঞ্জাব, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলিতে কোল্ডডের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর পশ্চিম ভারতের এই পরিস্থিতির প্রভাব পড়তে চলছে মধ্যভারত এবং পূর্বভারতেও। আগামী ৩-৪ দিনে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ১-২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের দিন চারেকে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। একইসঙ্গে আরও বলা হয়েছে, আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতা নেমে যেতে পারে স্বাভাবিকের থেকে নিচে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ১-২ দিন এই এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দিন চারেকে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন মধ্যমমানের কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৫ (১৭.৩ )
বালুরঘাট ১৪.২ ( ১৪.৬)
বাঁকুড়া ১৬.১ ( ১৭.৯ )
ব্যারাকপুর ১৪.৯ ( ১৬.৯)
বহরমপুর ১৪.৬ (১৪)
বর্ধমান ১৬.৪ ( ১৫.৮)
ক্যানিং ১৬.৬ (১৭.৬)
কোচবিহার ১০.৬ ( ১১.৭)
দার্জিলিং ৪ (৪.৪)
দিঘা ১৭.৫ (১৬.৯ )
কলকাতা ১৭.২ ( ১৮.৩ )
মালদহ ১৫.৯ (১৬)
পুরুলিয়া ১৫ (১৫)
শিলিগুড়ি ৯.৭ (৯.৭)
শ্রীনিকেতন ১২.৯ ( ১৭.৫)