• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার পায়ের তলার মাটি কাড়তে এবার বাংলায় আসছেন বিজেপির ৭ নেতা! শাহের সফর ঘিরে কোন নীল নকশা

আগেই রাজ্যে প্রার্থী তালিকা সংক্রান্ত কিছু কাজের জন্য জোন ভাগ করে বিজেপির ৫ নেতাকে বাংলার দায়িত্বে রাখা হয়। এরমধ্যে তাবড় নাম হিসাবে ছিলেন বিজেপির বড় সোশ্যাল মিডিয়া সেলের অমিত মালব্য। এরপর অমিত শাহের সফরের আগেই দিল্লির ৭ নেতার নাম শোনা যেতে শুরু করেছে, যাঁরা বাংলার বুকে আরও কিছু দায়িত্ব নিয়ে আসছেন।

দিল্লির ৭ নেতা আসছেন বাংলায়!

দিল্লির ৭ নেতা আসছেন বাংলায়!

এক বেসরকারি সংবামাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি থেকে এবার গেরুয়া হাইকমান্ড ৭ নেতাকে রাজ্যে বড় দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে। এই নেতারা হলেন, কেপি মৌর্য, গজেন্দ্র সিং শেখাওয়াত, প্রল্হাদ প্য়াটেল, সঞ্জীব বালিয়াঁ, অর্জুন মুন্ডা, মনসুখ মন্দাভিয়া। সঙ্গে রয়েছেন নরোত্তম মিশ্রও।

বহিরাগত ও বিজেপি তত্ত্ব

বহিরাগত ও বিজেপি তত্ত্ব

একদিকে বিজেপি নেতারা ক্রমাগত বাংলায় আসতে শুরু করেছেন নির্বাচনী দায়িত্ব নিয়ে। অন্যদিকে, বিজেপির এই অবাঙালি নেতাদের 'বহিরাগত' তকমা দিয়ে কার্যত প্রচার পারদ শানাতে শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই বিজেপির তরফে দিলীপ ঘোষ জানিয়েছেন, নির্বাচনের আগে জেপি নাড্ডা, অমিত শাহরা প্রতি মাসেই আসবেন। আর সেই মতো জেপি নাড্ডার সফরের পর এবার এই সপ্তাহেই রাজ্যে অমিত শাহ আসছেন। আর তাঁর সফর ঘিরে এই ৭ নেতার বাংলা আগমন সম্পর্কে কিছু তথ্য উঠতে শুরু করেছে।

 কোন দায়িত্বে তাবড় ৭ !

কোন দায়িত্বে তাবড় ৭ !

জানা গিয়েছে, বাংলার ৬ টি লোকসভা আসনকে ভাগ করে জোনের নিরিখে দায়িত্ব দেওয়া হয়েছে এই ৭ বিজেপি নেতাকে। এই ৭ নেতা এলাকায় গিয়ে সরেজমিনে কিছু 'গ্রাউন্ড ওয়ার্ক' করবেন বলে খবর। মনে করা হচ্ছে , মনতার পায়ের তলার জমি কেড়ে নিতেই বাংলায় বিজেপির পঞ্চপাণ্ডবের পর এই ৭ নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এঁরা নিজেদের যাবতীয় রিপোর্ট তৈরি করে সোজা সর্বভারতীয় প্রধান নাড্ডাকে জানাবেন।

 শাহের সফর ও ৭ নেতা

শাহের সফর ও ৭ নেতা

জানা গিয়েছে, এই সপ্তাহে অমিত শাহের যে কর্মসূচি রয়েছে বাংলায় তার সঙ্গে সাজুজ্জ রেখেই এই ৭ নোতার কর্মসূচিও

নির্ধারিত হবে। যাতে বাংলার নিচু তলায় বিজেপির জমি শক্ত হয়, তার জন্য এই ৭ নেতার কাঁধে দায়িত্ব দেওয়া হয়। এঁদের কর্মসবচির পরিকল্পনা এবারের অমিত শাহ বাংলায় এবারে নির্ধারিত করবেন বলে বিজেপি সূত্রের দাবি।

দার্জিলিং থেকে দিঘা, শুভেন্দুর পিছনে লাইনে তৃণমূলের অগুনতি সাংসদ-বিধায়ক, চাঞ্চল্যকর দাবি কনিষ্কর

English summary
For West Bengal Assembly Election 2021 BJP sends 7 leaders to watch the ground situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X