তৃণমূল দলটাতেই গণ্ডগোল রয়েছে, বিজেপি ঘর ভাঙছে না, শুভেন্দুর ইস্তফা নিয়ে পাল্টা তোপ দিলীপের
শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফার পরেই বিজেপিতে যেন প্রচ্ছন্ন খুশির হাওয়া বইছে। কিন্তু মুখে সেকথা প্রকাশ করতে নারাজ বিজেপি নেতারা। তাই অনেকটা বাটপারের মতোই শুভেন্দু ইস্তফা নিয়ে উল্টে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, 'বিজেপি তৃণমূল ভাঙছে না। একের পর এক নেতা মন্ত্রী দল ছেড়ে পালাতে চাইছে। তৃণমূল দলটাতেই গণ্ডগোল রয়েছে।'

তৃণমূল দলটাতেই গণ্ডগোল রয়েছে
শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে অনেকটা চাপা খুশিতেই রয়েছে গেরুয়া শিবির। তবে সেই উচ্ছ্বাস মুখে জাহির করছেন না তাঁরা। শুভেন্দুর এই পদক্ষেপের জন্য উল্টে তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন তৃণমূল দলটাতেই গণ্ডগোল রয়েছে নইলে একের পর এক নেতামন্ত্রী কখনও পদত্যাগ করতেন না। শুভেন্দু বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা এই নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দিলীপ। তবে শুভেন্দু এলে স্বাগত জানাবে বিজেপি সেকথা জানিয়েছেন।

তৃণমূল ভাঙছে না বিজেপি
একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা দল ছেড়ে যেতে শুরু করেছেন। এর জন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে মমতা। তৃণমূলের একাধিক নেতাদে ফোন করছে বিজেপি। এমনকী ইডি সিবিআইয়ের ভয়ও দেখানো হচ্ছে। তার পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন বিজেপি ঘর ভাঙছে না তৃণমূলের। উল্টে তৃণমূলের নেতারাই বিেজপিতে আসার জন্য লাইন দিয়েছেন।

পদত্যাগ শুভেন্দুর
বুধবারই বিধানসভায় গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা গিয়ে হাতে লিখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন শুভেন্দু। তার সঙ্গে ইমেল করেেছন বিধানসভার অধ্যক্ষকে। বিধানসভার নিয়ম মেনেই হাতে লিখে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। ইস্তফা পত্র খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

বিজেপিতে যাবেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন বলে আগে থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনা আরও সুনিশ্চিত হল বিধায়ক পদ থেকে শুভেন্দুর ইস্তফা দেওয়ার ঘটনা। সূত্রের খবর আগামী শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি। তাঁর আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা শুভেন্দু অধিকারীর।
দিদির সঙ্গে ছিলাম পিসি সঙ্গে নেই! শুভেন্দুর ডাকে ভিড় বাড়ছে বিদ্রোহী তৃণমূলীদের