অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতের এগারো কারা, ঘোষণা বিসিসিআইয়ের
অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে দস্তানা হাতে ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ?ওপেনিংয়ে পৃথ্বী শ না শুভমান গিল? মাঠের বল গড়ানোর আগের দিন যখন এই প্রশ্নই ভারতীয় ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে। তখন বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা পিঙ্ক টেস্টের জন্যে অজিদের বিরুদ্ধে এগারো জনের দল ঘোষণা করে দিল বিসিসিআই।

ওপনিংয়ে পৃথ্বী না গিল?
দিন রাতের পিঙ্ক টেস্টে ভারতের হয়ে ওপনিংয়ে সুযোগ পেলেন, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ। শুভমান গিল অবশ্য পৃথ্বী শয়ের সঙ্গে লড়াইয়ে ছিলেন। দুটি প্রস্তুতি ম্যাচের চার ইনিংস মিলিয়ে পৃথ্বী একবারই ব্যাটে জ্বলে উঠে ৪০রান হাঁকাতে পেরেছেন। বাকি ৩ ইনিংসে দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। শুভমান সেখানে দ্বিতীয় প্রস্তুতির দ্বিতীয় ইনিংসে ৬৫ রান হাঁকান। ওপনিংয়ে তাই মায়াঙ্কের সঙ্গে পৃথ্বীর জায়গায় শুভমান গিল এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত পিঙ্ক বল টেস্টে পৃথ্বীর উপর আস্থা রাখল ভারতীয় ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ওপনার কে
অন্যদিকে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে প্রস্তুতিতে ৬১ রান রয়েছে। এছাড়া গতবার অজি সফরের টেস্ট সিরিজে মায়াঙ্ক মেলবোর্নে অভিষেক ম্যাচে ৭৬ ও ৪২ হাঁকান। পরে সিডনিতে তাঁর ব্যাটে ৭৭ রান এসেছিল। পিঙ্ক টেস্টে পৃথ্বীর সঙ্গে মায়াঙ্ক ওপেন করতে চলেছেন।

তিন থেকে ছয়ে কারা
তিনে অবশ্যই চেতেশ্বর পূজারা। প্রস্তুতিতে তাঁর ব্যাটে একটি অর্ধশতরান রয়েছে। চারে বিরাট কোহলি (অধিনায়ক)। পাঁচে অভিজ্ঞ অজিঙ্ক রাহানে খেলবেন (সহঅধিনায়ক)। প্রস্তুতিতে তাঁর ব্যাটে সেঞ্চুরি রয়েছে। ছয় নম্বরে হনুমা বিহারী। দ্বিতীয় প্রস্তুতিতে সেঞ্চুরি হাঁকিয়ে হনুমা অপরাজিত থাকেন।

কিপার হিসেবে ঋদ্ধিমান না ঋষভ
দিন রাতের পিঙ্ক টেস্টে কিপিং অভিজ্ঞতায় এগিয়ে থাকা ঋদ্ধিমানের উপর আস্থা রাখল ম্যানেজমেন্ট। ম্যাচে স্টিভ স্মিথের মতো তারকার ক্যাচ গললে, তিনি কতটা ভয়ংকর হতে পারেন, জানে ম্যানেজমেন্ট। সেই কারণেই আরও অভিজ্ঞ ঋদ্ধিমান। সেই সঙ্গে পিঙ্ক বলে ঋদ্ধিমানের দিন রাতের পরিবেশে কিপিং করারও অভিজ্ঞতা রয়েছে। গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন তিনি পিঙ্ক টেস্টে খেলেছেন। অজিভূমে প্রথম প্রস্তুতি ম্যাচে তাই দস্তানা হাতে ঋদ্ধিমান সাহাকে এগিয়ে রেখে তাঁকে দলে রাখলেন কোহলি।

পিঙ্ক টেস্টে ভারতের বোলিং বিভাগ কেমন
পিঙ্ক টেস্টে ভারত তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামতে চলেছে। শামি, বুমরাহের সঙ্গে অভিজ্ঞ উমেশ যাদব প্রথম টেস্টে খেলতে চলেছেন। স্পিনার হিসেবে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন।

পরিবর্ত ক্রিকেটারদের তালিকা
পরিবর্ত ক্রিকেটার হিসেবে রিসার্ভে রয়েছেন শুভমান গিল, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাজেজা।

একনজরে প্লেয়িং একাদশ
মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন