নয়াদিল্লি: ভারতীয় ডাক বিভাগের সঙ্গে সংযুক্ত পেমেন্ট ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে পেমেন্ট অ্যাপের গুরুত্বপূর্ণ সুবিধা। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক একটি DakPay অ্যাপ্লিকেশন চালু করেছে। ডাক বিভাগের গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন।
লক্ষণীয় ব্যাপার হল, ডাক বিভাগ মানি অর্ডার পরিষেবা বেশ কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিল। এর পরিবর্তে চালু করা হয়েছিল ই-মানি অর্ডার পরিষেবা। যার জেরে ইন্টারনেটের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে টাকা পাঠানো যাচ্ছিল।
এবার আরও একধাপ এগিয়ে টাকা পাঠানোকে আরও সহজ করে তুলতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ডাক বিভাগের সহযোগিতায় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ডাক পে চালু করল। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন।
এই পেমেন্ট অ্যাপকে ইউপিআইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর অর্থ গ্রাহকরা পেপল, গুগল পে, ফোন পে এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির মতো ডিজিটাল লেনদেন করতে সক্ষম হবেন।
অ্যাপটির লঞ্চ কর্মসূচির সময়, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ করোনার সময়ে ঘরে বসে লোকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের প্রশংসা করেন।
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা ডোমেস্টিক মানি ট্রান্সফার, কিউআর কোড স্ক্যান ও ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই অ্যাপে গ্রাহকেরা বাড়ি থেকে ব্যাংকিং পরিষেবাদির সুবিধা নিতে সক্ষম হবেন। আপনি গুগল পে সহ অন্য অ্যাপে যেমন টাকা পাঠাতে পারেন, তেমন সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা। এছাড়া কোড স্ক্যান করে দোকানে টাকাও দিতে পারবেন।