একটা-দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়, শুভেন্দুকে নিশানা মমতার
প্রথমে দলে যারা ছিল তাঁরা সকলেই আছে তৃণমূলে। একটা-দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়। কোচবিহারের কর্মিসভা থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘুরিয়ে শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, নিশীথ প্রামাণিকদের বার্তা দেন কোচবিহারের সভা থেকে।

মমতার কড়া বার্তা তৃণমূলের দলত্যাগীদের
কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কোচবিহারে দলের এই ভাঙনের পর প্রথম সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া বার্তা দিলেন দলত্যাগীদের। তাঁর সাফ কথা, দলের পুরনো নেতা-কর্মীরা প্রায় সবাই আছেন আমাদের সঙ্গে। শুধু একটা-দুটো জোয়ারে আসে, ভাটায় চলে যায়।

বাংলার মানুষ আদর্শ দিয়ে পার্টি করে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদর্শকে কখনও মুছে ফেলা যায় না। বাংলার মানুষ আদর্শ দিয়ে পার্টি করে। তাঁরা আদর্শ ত্যাগ করবে না। ফলে বাংলার মা-মাটি-মানুষকে নিয়ে যে পার্টির ভিত তা নাড়ানো যাবে না। এই পার্টির ভিত আন্দোলনের উপর দাঁড়িয়ে আছে। বহু আন্দোলন করে আমরা আজ এখানে এসেছি।

কোচবিহারকে রক্ষা করতে হবে, তবে বাংলা বাঁচবে
বিজেপির কুৎসার চাদরটা সরিয়ে দিন। কোচবিহারকে রক্ষা করতে হবে। বাংলার মা-বোনেরা, ছাত্র-যুবরাই পারে কোচবিহারকে বাঁচাতে। কোচবিহারকে না বাঁচাতে পারলে বাংলা বাঁচানো যাবে না। বাংলাকে বাঁচোনোর সময় এসেছে। ওদের চোখরাঙানিকে ভয় পাবেন না। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকব। আমরা মানুষের সঙ্গে ভাগাভাগি করি না।

বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে, তবেই বাংলার রক্ষা
শুধু মিহির গোস্বামী নয়, এদিন নিশীথ প্রামাণিককেও তিনি একহাত নেন। মমতা বলেন, আমরা যাঁকে তাড়িয়েছিলাম বিজেপি তাঁকে দলে নিচ্ছে। এভাবে ওরা দল বাড়াতে চাইছে। ওঁদের হাত শক্ত করবেন না। ওঁরা শুধু মারতে জানে। আর বিভাজন করতে জানে। ওদেরকে বাংলা থেকে তাড়াতে হবে, তবেই বাংলার রক্ষা।
শুভেন্দুর গড়ে ছেয়ে গেলেন 'দাদার সাথী’ রাজীব! ফের ভাঙন-জল্পনা শুরু তৃণমূলে