স্টাফ রিপোর্টার, কোচবিহার: প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা ‘‌আইপ্যাক’‌-এর বিরুদ্ধে বিরোধী দল ভাঙানোর অভিযোগ উঠছে৷‌ কিন্তু এবার একই অভিযোগ বিজেপি–র বিরুদ্ধে তুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কোচবিহারের জনসভায় তিনি দাবি করেন, সুব্রত বক্সি ও অনুব্রত মণ্ডলের সঙ্গে দলে টানার চেষ্টা করছে বিজেপি।

কোচবিহারে কর্মিসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সুব্রত বক্সি ও অনুব্রত মণ্ডলদের ফোন করা হয়েছে বিজেপির তরফে। তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন গেরুয়া শিবিরের নেতারা৷ তবে অনুব্রত বা সুব্রত বক্সি, দুজনেই বৈঠকে বসতে চাননি বলে দাবি মমতার।

তৃণমূল সুপ্রিমো বলেন, ‌‘‌ বিজেপি কোথায় গেছে বুঝুন। সামান্য লজ্জা, ভদ্রতা বা সৌজন্যতাও নেই। সুব্রত বক্সিকে ফোন করেছিল। ফোন করে বলছে, দাদা আপনার সঙ্গে কথা আছে। আপনার সঙ্গে বসব। কত বড় সাহস।’ তিনি আরও বলেন, ‌‘‌‌মঙ্গলবার আমাকে বীরভূম থেকে কেষ্ট (‌অনুব্রত মণ্ডল) ফোন করেছিল। বলল, দিদি জানেন, আমাকে দিল্লির একটা নেতা ফোন করছে। ফোন করে আমার সঙ্গে বসার কথা বলছে।’‌

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি তৃণমূলের আরও অনেক হেভিওয়েট নেতাকে টোপ দিয়েছে বিজেপি। একুশের নির্বাচনের আগে তৃণমূলে আরও ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সফরে এসে ওই দিনই তাঁর শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা৷ অমিত শাহের উপস্থিতিতেই শুভেন্দু গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ও দাবি করেছেন, আমাদের সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে৷ দু’-চারদিনের মধ্যেই তিনি বিজেপি-তে যোগ দেবেন৷ ইতিমধ্যেই নন্দীগ্রামের বিধায়ককে জেড বা জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেইসঙ্গে তাঁকে দেওয়া হবে বুলেটপ্রুফ গাড়িও। মঙ্গলবারই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন৷

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।