একাত্তরের মুক্তিযুদ্ধের ৫০ বছর! আজকের দিনেই ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা
১৯৭১ সালের আজতেক দিনেই দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিল একটা নতুন দেশ। স্বাধীনতার রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধ শেষে রচনা হয়েছে বাংলাদেশের জয়যাত্রা। আর বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতের অবদানের কথা। আজকের দিনেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পন করেছিল পাক সেনা।

ইতিহাসের পাতায় বাংলাদেশের মুক্তির লড়াই
যুদ্ধ শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। তারপর প্রায় ১৩ দিন পর অর্থাৎ ১৬ ডিসেম্বর অবশেষে ভারতীয় সেনার কাছে ধরাশায়ী হয় পাক সেনা। বাধ্য হয়েই পরজয়ও স্বীকার করে। বাংলাদেশের মুক্তির লড়াই আর ভারত-পাকিস্তানের সেই যুদ্ধ আজও ইতিহাসের পাতায় স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। এদিকে সেই যুদ্ধের ৫০ বছর পূর্তিতে গোটা দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সেনা। অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

২৫শে মার্চ থেকেই ঢাকায় গণহত্যা শুরু করে পাক সেনা
এদিকে যখন স্বাধীনতার দাবিতে ফুঁসছে গোটা পূর্ব পাকিস্তান তখন ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকেই ঢাকায় গণহত্যা শুরু করে পাকিস্তানী বাহিনী। বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেই সময় থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। এদিকে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ইচ্ছাকে সর্বতভাবে সমর্থন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যদিও তখন থেকেই মুক্তিযোদ্ধাদের কূটনৈতিক ও আন্তর্জাতিক পরিসরে সাহায্যের হাত বাড়ালেও সরাসরি পাক সেনার সঙ্গে সামরিক সংঘাতে জড়ায়নি ভারত।

পূর্ব পাকিস্তান থেকে ভারতে পাড়ি দেন প্রায় কোটি সহায় সম্বলহীন মানুষ
এদিকে পাকিস্তানের নিপীড়ন নিয়ে ক্রমেই আন্তর্জাতিক মহলে সরব হতে শুরু করেন তদানন্তীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। চাপে পড়ে পাকিস্তান সরকার। পাকিস্তানের সেনার নানা ধরনের ঘৃণ্য কার্যকলাপও ক্রমেই প্রকাশ্যে আসতে শুরু করে। এদিকে পাক সেনার অমানুষিক নিপীড়নের জেরে প্রায় ১ কোটি পূর্ব পাকিস্তান ছেড়ে চলে আসেন ভারতে। সেই সময় বাঙালি উদ্বাস্তুদের জন্য সীমান্তের দরজা খুলে দেয় ভারত।

৩ ডিসেম্বরই শুরু হয়ে যায় যুদ্ধ
এদিকে পূর্ব পাকিস্তানে যখন ক্রমেই জোরদার হচ্ছে স্বাধীনতার দাবি তখন ভারতের উপর পাল্টা প্রতিশোধের রাস্তায় হাঁটে পাকিস্তান। পূর্ব পাকিস্তানে ভারতের তরফে সমস্ত সাহায্য বন্ধ করতে হামলাও চালানো হয় ভারতের উপর। ইন্দিরা সরকারকে শায়েস্তা করতে ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর বিকেলেই ভারতের পশ্চিমাঞ্চলে এয়ারফিল্ডগুলোতে বোমাবর্ষণ শুরু করে পাকিস্তানী বিমান বাহিনী। হামলা হয় আগ্রা সহ ভারতের উত্তর-পশ্চিম প্রান্তের নানা জায়গায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

মাত্র ১৩ দিনেই আত্মসমর্পণ
তখন থেকে শুরু হয়ে যায় ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ। অন্যদিকে পাক সেনাদের সঙ্গে লড়াই করার ভারতীয় সেনার কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ দুই নেয় মুক্তি যোদ্ধারা। তাতে আরও চাপে পড়ে পাকিস্তান। এদিকে এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে তারা। পাক সেনার মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৮০০০। আহত হন আরও ২৫,০০০ সেনা । অন্য দিকে ভারতে মৃতের সংখ্যা ছিল ৩০০০। জখম ১২,০০০ সেনা। অবশেষে মাত্র ১৩ দিনের যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান।
'আত্মসমর্পণ করো নয়তো মুছে ফেলব' এক হুঁশিয়ারিতেই ৭১-এ আত্মসমর্পণ করেছিল পাকিস্তান