• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা মোকাবিলায় বড় ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর! ছোট-মাঝারি শিল্পের জন্য বরাদ্দ ২৯০ কোটি

  • |

তীব্র আর্থিক মন্দার নাগপাশে বন্দি গোটা ভারত। এমনকী মুদ্রাস্ফীতির রোষানলে পড়ে করুণ অবস্থা মধ্যবিত্তেরও। আর করোনাকালীন এই মন্দাদশা থেকে রেহাই পায়নি বাংলার প্রতিবেশি রাজ্য ওড়িশায়। এতদবস্থায় করোনা সঙ্কটের সঙ্গে যুঝতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

বরাদ্দ ২৮৯.৪২ কোটি

বরাদ্দ ২৮৯.৪২ কোটি

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ২৮৯.৪২ কোটি টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। এই বিশালাকার প্যাকেজের মধ্যেই একাধিক ক্ষেত্রে বডসড় ভর্তুকি, রাজ্য জিএসটিতে ছাড়, সুদের হার কমানো সহ, এমনকী বার্ষিক প্রাতিষ্ঠানিক রক্ষণাবেক্ষণ চার্জ মুকুম সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 একাধিক ক্ষেত্রে বড়সড় ছাড়ের ঘোষণা

একাধিক ক্ষেত্রে বড়সড় ছাড়ের ঘোষণা

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের মহিলা পরিচালিত একাধিক স্বনির্ভর গোষ্ঠী সহ একাধিক ছোটখাটো সংস্থাই করোনাকালীন তীব্র মন্দা দশার সম্মূখীন হয়। রাজ্যের মহিলা সহ অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির পাশে দাঁড়াতেই এই নয়া প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। পাশাপাশি আপতকালীন সহায়তার জন্য ব্যঙ্ক ঋণ প্রদান, সুদের হারের ক্ষেত্রেও একাধিক বড়সড় ছাড়ের ঘোষণা করেছে সরকার।

জিএসটি খাতে বরাদ্দ ৩৮ কোটি

জিএসটি খাতে বরাদ্দ ৩৮ কোটি

অন্যদিকে পঞ্চায়েতি রাজ এবং পানীয় জল দফতর দ্বারা চালু করা কোভিড -১৯ সহায়তা প্যাকেজ বা সিএপির কথাও জানিয়েছে সরকার। যার মাধ্যমেও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একাধিক ছাড় পাচ্ছে ক্ষুদ্র ও ছোট সংস্থাগুলি। অন্যদিকে জিএসটি ছাড়ের ঘোষণায় সরকারি বিধি মোতাবেক রাজ্যব্যাপী উপকৃত হতে চলেছে প্রায় ১৭৫ টি মাঝারি মাপের সংস্থা। এই খাতে বরাদ্দ ৩৮.৩০ কোটি টাকা।

নতুন করে অক্সিজেন পাবেন উদ্যোগপতিরা

নতুন করে অক্সিজেন পাবেন উদ্যোগপতিরা

সূত্রের খবর, ইতিমধ্যেই মহিলা পরিচালিত একাধিক ছোট, ক্ষুদ্র ও মাঝারি সংস্থার জন্য ১০৮ কোটি টাকা বরাদ্দও করে দিয়েছে সরকার। অন্যদিকে তফশীলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায় , শারীরিক প্রতিবন্ধী ও অনান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নেও বড়সড় পরিকল্পনা করছে সরকার। শীঘ্রই বরাদ্দের পরিমাণ ঘোষণা করা হতে পারে বলে খবর। অন্যদিকে কেন্দ্রের এই সামগ্রিক কর্মকাণ্ডের ফলে সমাজের ছোট-খাটো উদ্যোপতিরাও নতুন করে অক্সিজেন পাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কলকাতাঃ বিধানসভার সচিবের কাছে ইস্তফা শুভেন্দুর, বিধায়ক পদ থেকেও সরলেন শুভেন্দু অধিকারী

ভ্যাকসিন কর্মসূচী, স্বাস্থ্য বিভাগের সব আধিকারিকদের ছুটি বাতিল করল উত্তরপ্রদেশ সরকার

English summary
Orissa government allocates around Rs 290 crore for small and medium enterprises amid corona crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X