পুলিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুভেন্দুর, বিহিত চেয়ে রাজ্যপালকে চিঠি দিলেন
বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যপালকে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন তাঁর অনুগামীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিস। এমনকী তাঁকে পুলিস মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে বলে চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু। পাল্টা টুইট করে শুভেন্দু চিঠি নিয়ে মমতাকে বিঁধেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন, শুভেন্দুর চিঠিতে স্পষ্ট মমতা কতটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন।

রাজ্যপালকে চিঠি শুভেন্দু
বিধানসভায় পদত্যাগ পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেল রাজনৈতিক চিত্রটা। এবার রাজ্য পুলিসের বিরুদ্ধে অভিযোগ করে রাজ্যপালকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের পদত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যপালকে চিঠিতে লিখেছেন তাঁর অনুগামীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিস। এমনকী তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু।

রাজ্যপালের পাল্টা টুইট
রাজ্যপাল শুভেন্দুর চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় লিখেছেন, এর থেকেই স্পষ্ট কতটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই মমতার নৈরাজ্যের শাসন নিয়ে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন সংবিধান মানছেন না মমতা। রাজ্যে কোনও আইনের শাসন নেই।

পদত্যাগ শুভেন্দুর
বুধবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় গিয়ে নিজে হাতে লিখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তারপরে অধ্যক্ষকে ইমেল করে পদত্যাগ করার কথা জানিয়েছেন। যদিও এখনও তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়নি। পুরোটা খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার। ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

বিজেপির পথে শুভেন্দু
বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু। এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। এমনই খবর শোনা যাচ্ছে। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। তার আগে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। ফিরে এসেই বিজেপিতে যোগদান।