'সফল হবে না মোদী সরকারের দর কষাকষি', কেন্দ্র-কৃষক কমিটি গঠনের নির্দেশ সুপ্রিমকোর্টের
খুব শীঘঅরই কৃষক আন্দোলন জাতীয় ইস্যুতে পরিণত হবে, এদিন এমনই মন্তব্য করা হল সুপ্রিমকোর্টের তরফে। পাশাপাশি এদিন আদালতের তরফে কেন্দ্র-কৃষক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এদিন শীর্ষ আদালতের তরফে দাবি করা হয়, যদি আলোচনা চলতে থাকে তাহলে এই আলোচনা বারংবার ফেল করবে। তাই কমিটি গঠন করেই পরবর্তী পদক্ষেপের দিক নির্দেশনার সুপারিশ দিল সুপ্রিমকোর্ট। মধ্যস্থতার জন্য রাজি সুপ্রিমকোর্ট। সমস্যা মেটাতেই কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালতের।

কেন্দ্রকে নোটিস সুপ্রিমকোর্টের
সুপ্রিমকোর্টের তরফে এদিন কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতেও চান। এদিকে কেন্দ্রের তরফে সুপ্রিমকোর্টকে জানানো হয়, কৃষকদের পিছনে এখন কোনও বিশেষ শক্তি পরিচালনা করছে। জবাবে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, 'এই মামলায় কৃষক সংগঠনদের কেন যোগ করা হয়নি। তাদের কথা না শুনে কী করে আমি কোনও নির্দেশ দিতে পারি।'

পরপর বৈঠকেও রফাসূত্র মেলেনি
এর আগে পরপর বৈঠকেও রফাসূত্র মেলেনি। আজ প্রায় কুড়ি দিন হয়ে গেল রাজধানীর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। দাবি, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হোক। কৃষকদের এই আন্দোলনকে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কেন্দ্রকে। তবে কেন্দ্রও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

কেন্দ্রের সাফ বক্তব্য
কেন্দ্রের সাফ বক্তব্য, আলোচনার ভিত্তিতে সংশোধনের পথ খোলা। তবে আলোচনার পথ খুলে রাখলেও কৃষি আইন একেবারে যে প্রত্যাহার করা হবে না, তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়িয়ে শীতকালীন দিল্লিতে আরও দৃঢ় হচ্ছে কৃষক আন্দোলন। আরও দৃঢ় হচ্ছে কৃষকদের জেদ।

কৃষক সংগঠনগুলির অভিযোগ
কৃষক সংগঠনগুলির অভিযোগ, 'কেন্দ্র বারংবার পুরোনো সব প্রস্তাবই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে। তারা তাদের যুক্তি থেকে নড়ছে না। তাই আমরাও অনড়, তিনটি কৃষি আইনকেই প্রত্যাহার করতে হবে। এটাকে মাথায় রেখেই কেন্দ্রকে পরবর্তী আমন্ত্রণ পত্র পাঠাতে হবে আমাদের। সেই বুঝেই আমরা আলোচনায় বসব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে এটা নির্ভর করছে কেন্দ্রের উপর।'

কৃষকদের জেদ
কৃষক নেতা জগজিৎ ডালেওয়াল বলেন, 'সরকার বলছে এই আইনগুলি বাতিল করবে না। আমরা বলছি আমরা আপনাদের বাতিল করিয়ে ছাড়ব। এখন এই লড়াই এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা যাই হোক না কেন জয়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ।' তিনি আরও বলেন, 'আমরা আলোচনা থেকে পালাচ্ছি না, তবে সরকারকে আমাদের দাবির প্রতি মনোযোগী হতে হবে এবং বাস্তব প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে।'