আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু ও ওড়িশা, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?
বৃহস্পতিবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ফুটবল প্রেমীদের। একদিকে টুনামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ম্যাচ জিততেই হবে ওড়িশাকে। অন্যদিকে জিতলে লিগ তালিকার প্রথম দুটি দলের একটি হতে পারে বেঙ্গালুরু। মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

দুই দলের মুখোমুখি সাক্ষাৎ
এখনও পর্যন্ত আইএসএলে পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে বেঙ্গালুরু এফসি। দুই বার জিতেছে ওড়িশা এফসি। দুই দলের মধ্যে কোনও ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়নি।

শেষ দুই ম্যাচের ফল
২০২০ সালের ২২ জানুয়ারি শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল। ৩-০ গোলে ম্যাচ জিতেছিল বেঙ্গালুরু এফসি। ২০১৯ সালের চার ডিসেম্বর আইএসএলে মুখোমুখি হয়েছিল দুই দল। ১-০ গোলে ম্যাচ জিতেছিল বেঙ্গালুরু এফসি।

লিগ তালিকায় স্থান
আইএসএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে বেঙ্গালুরু এফসি। ৯ পয়েন্ট রয়েছে সুনীল ছেত্রীদের ঝুলিতে। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে ওড়িশা এফসি।

সর্বাধিক গোলদাতা
বেঙ্গালুরু এফসি-র জার্সিতে চলতি আইএসএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি করে গোল করেছেন সুনীল ছেত্রী, ক্লেইটন সিলভা এবং জুয়ানন। ওড়িশা এফসি-র জার্সিতে পাঁচ ম্যাচ খেলে দুটি গোল দিয়েছেন ওড়িশা এফসি-র দিয়েগো মাউরিসিও।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার জিএমসি স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টার এবং জিও টিভি-তে খেলার লাইভ স্ট্রিমিং হবে।
আইএসএলে পরের ম্যাচে কার বিরুদ্ধে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল? কোথায় হবে ম্যাচ?