• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ওরা স্লেজিং করলে আমরা ছেড়ে কথা বলব না', পিঙ্ক টেস্টে বল গড়ানোর আগে মাঠের বাইরে চড়ছে উত্তাপ

  • |

অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্টে বল গড়ানো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯.৩০ মিনিট থেকে মাঠে বল গড়াতে চলেছে। ২২ গজে ভারত-অস্ট্রেলিয়া মহারণ মানেই দুই দলের ক্রিকেটারদের জোর টক্করের ছবি ধরা পরে। অতীতে কখনও বিরাট বনাম মিচেল জনসন, কখনও বিরাট বনাম ওয়ার্নার কখনও আবার টিম পেইন বনাম পন্থের স্লেজিংয়ের মুহূর্ত বর্ডার-গাভাসকর সিরিজের উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এবার অবশ্য আইপিএলের পর ডনের দেশে দুই দলের ক্রিকেটারদের মধ্য়ে বন্ধুত্বের ছবি ধরা পড়েছে। কিন্তু টেস্ট মহারণও কী এমন 'নিরাশিষ' থাকতে চলেছে? সেই নিয়েই এবার মুখ খুললেন দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও টিম পেইন।

বিরাট কী বলেছেন

বিরাট কী বলেছেন

স্লেজিংয়ে না বিরাট কোহলির! ভারত অধিনায়ক জানিয়েছেন, 'দুই দলের মধ্যে স্লেজিং একেবারেই গুরুত্বহীন। করোনার এই বছরে ক্রিকেট হচ্ছে। মাঠে বড় গড়াচ্ছে। দর্শকদের সামনে ক্রিকেট খেলতে পারা যাচ্ছে। এটাই বড় পাওয়া। সেখানে ম্যাচ জিততে স্লেজিং একবারেই গুরুত্বহীন বিষয়।'

অজি অধিনায়ক পেইন কী বলেলন

অজি অধিনায়ক পেইন কী বলেলন

অন্যদিকে অজি অধিনায়ক টিম পেইন অবশ্য ভারতের দিক থেকে স্লেজিং হলে, তার দল পাল্টা দিতে তৈরি বলে জানিয়ে রেখেছেন। বৃহস্পতিবার মাঠে বল গড়ানোর আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, 'মাঠে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার আমাদের কোনও পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়েই খেলতে চাই। কিন্তু বিপক্ষ দল স্লেজিং করলে অস্ট্রেলিয়াও যে পিছিয়ে থাকবে না, সেটা বলতে পারি'

পন্থকে স্লেজিং পেইনের

পন্থকে স্লেজিং পেইনের

প্রসঙ্গত ২০১৮-১৯ ক্রিকেট সফরে টেস্টে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে স্লেজিং শিরোনামে উঠে এসেছিল। যেখানে ঋষভ পন্থকে অজি অধিনায়ক পেইন 'বেবি সিটার' বলে কট্টাক্ষ করেছিলেন।

পেইনে স্লেজিং পন্থের

পেইনে স্লেজিং পন্থের

পন্থও অবশ্য এই স্লেজিংয়ে ছেড়ে কথা বলেননি। পেইন ব্যাটিং করার মুহূর্তে তাঁকে 'অস্থায়ী অধিনায়ক' বলে স্লেজিং করেন। পেইন ব্যাটিং করার মুহূর্তে উইকেটের পিছন থেকে অনবরত স্লেজিং চালিয়ে সিরিজে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন ঋষভ।

রাজ্যসভা ভোটে কে কাকে টেক্কা দিল, বিজেপি বনাম কংগ্রেস যুদ্ধে ২৪ আসনের ফল

English summary
Aus would not take backward step,if Virat’s men are involved in sledging says Tim Paine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X