ত্রিচি: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে ২০ বছর বয়সী এক যুবতীকে খুন করল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে অভিযুক্তের বয়স ২৪ বছর। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। ওই যুবতীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ধরনের ঘটনা সামনে আসাতে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে মৃত যুবতীর নাম জি আশা। ঘটনাটি ঘটেছে থিরুভায়ারু এলাকার কাছে আরাসামারা স্ট্রিটের কাছে। পুলিশের তরফে জানা গিয়েছে অভিযুক্তের নাম আর অজিত। ঘটনাটি ঘটেছে থাঞ্জাভুর জেলাতে।

পুলিশের তরফে বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। জানা গিয়েছে ওই যুবতি স্থানীয় একটি কলেজের চূড়ান্ত বছরের পড়ুয়া ছিল। এছাড়া জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা। তিনি পেশাতে একজন ইলেক্ট্রিশিয়ান। এইও জানা গিয়েছে ওই দুজন বন্ধু হলেও পরবর্তীকালে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে যুবতি কলেজে যাওয়ার সময়েই এই ঘটনা ঘটে।

পুলিশের তরফে জানা গিয়েছে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তি ওই যুবতীর উপরে ধারালো ছুঁড়ি দিয়ে আক্রমন করে। ঘটনাটি বাসের মধ্যে ঘটায় প্রাথমিক ভাবে সকলে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ওই যুবতীকে খুন করে অভিযুক্ত ব্যক্তি বাস থেকে পালানোর চেষ্টা করে বলেও জানা গিয়েছে। তবে বাকিদের সহায়তাতে ধরা পরে ওই অভিযুক্ত। পুলিশের তরফে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।