টিম পিকে টোপ দিচ্ছেন বিজেপি নেতাদের, মমতার দল ভাঙানোর অভিযোগের পাল্টা চাপ দিলীপের
বিজেপি দল ভাঙার চেষ্টা করছে বলে উত্তরবঙ্গে সভা থেকে আক্রমণ শানিয়েেছন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ দাবি করেছেন, উল্টে তৃণমূলে টিম পিকেই বিেজপি নেতাদের ফোন করে তৃণমূলে যোগ দিতে বলছেন। কিন্তু কেউ তৃণমূলে যেতে চাইছেন না। যিনি অন্যের ঘর ভেঙে নিজে বাড়ি করেছেন তাঁর ঘরই এখন ভাঙছে। শুভেন্দুর পদত্যাগকে ইঙ্গিত করে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

টিম পিকে টোপ দিচ্ছে বিজেপিকে
তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাদের ভাঙানোর অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা টিম পিকে টোপ দিচ্ছে বিজেপিকে। বিজেপি নেতাদের ফোন করে তৃণমূলে যোগ দিতে বলছেন, কিন্তু একজন বিজেপি নেতা-কর্মীও তৃণমূলে যাচ্ছেন না। কেউ তৃণমূলে যেতে চাইছেন না। উল্টে যিনি অন্যের ঘর ভেঙে বাড়ি করেছেন তাঁরই ঘর ভেঙে যাচ্ছে।

মমতার অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সভা থেকে বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন তৃণমূলের নেতাদের ফোন করছে বিজেপি। সুব্রত বক্সি এবং অনুব্রতর কাছেও বিজেপির ফোন এসেছিল বলে দাবি করেছেন তিনি। কিন্তু তাঁরা কেউই বিজেপির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূলের নেতাদের ইডি সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা।

তৃণমূলে ভাঙন
একে একে তৃণমূেলর প্রথম সারির নেতা কর্মীরা যোগ দিচ্ছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারী আজই পদত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে। সূত্রের খবর তিনি অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন। শুভেন্দুর হাত ধরে আরও অনেক নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী বিজেপিতে যোগ দিয়েছেন।

ফাঁকা হয়ে যাবে তৃণমূল
দলটার আর কিছু নেই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাঁধা কপির পাতা ছাড়াতে ছাড়াতে গোটা দলটাই ফাঁকা হয়ে যাবে। তৃণমূলে পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবেন না বলে কটাক্ষ করেছেন দিলীপ। আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক নেতা মন্ত্রী। লাইন দিয়ে রয়েছেন আরও অনেক নেতা মন্ত্রী।।
'দিদি'র ফোনেও হল না কাজ, শুভেন্দুর সঙ্গে বৈঠকে জিতেন্দ্র! আর কারা গেলেন সুনীল মণ্ডলের বাড়িতে