কলকাতা: নতুন বছর শুরু হতেই টেলি পাড়ায় এক হিট তারকা জুটির বিয়ে। তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। আগামী ৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন তাঁরা। তবে বিয়ের তোরজোড় শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। বান্ধবীদের নিয়ে ব্যাচেলরেট পার্টিতে মেতেছেন তৃণা।

খড়কুটো ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা। সেখানে গুনগুনের সঙ্গে সদ্য বিয়ে হয়েছে সৌজন্যের। খুব হই হই করে কেটেছে বিয়ের এপিসোডগুলি। অফ ক্যামেরা শ্যুটিং সেটেও কম আনন্দ করেননি তৃণা। রিল লাইফের পরে এবার রিয়াল লাইফে বিয়ের পালা। কয়েকটা মাত্র মাস রয়েছে হাতে।

আর তাই ব্যাচেলর জীবনের আনন্দ উপভোগ করতে একচুলও ছাড়ছেন না টেলি অভিনেত্রী। গত শনিবার থেকে পার্টি শুরু করেছেন তৃণা। একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর গার্ল গ্যাং-ও তাঁকে উপহার ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। হয়েছে ব্যাচেলরেট স্পেশাল ফোটোশ্যুটও। সেই লেডিস’ পার্টির অন্দরমহলের ভিডিও শেয়ার করলেন তৃণা।

https://www.instagram.com/p/CI3Rm-GhJfj/?utm_source=ig_web_copy_link

তৃণা সহ পুরো গার্ল গ্যাং-কেই দেখা যাচ্ছে সাদা রঙের বাথ রোবে। সবাই হই হই করছেন ,এই পার্টিতে। কাস্টমাইজ কেকেরও ব্যবস্থা করেন তৃণার বান্ধবীরা। সব মিলিয়ে খুশি ব্রাইড টু বি। ছোট বেলা থেকেই নাকি এভাবে বিয়ের স্বপ্ন দেখেছিলেন তৃণা। তাই বলাই যায় ড্রিম ওয়েডিং নিয়ে খুব এক্সাইটেড অভিনেত্রী।

তৃণার ব্যাচেলরেট পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর টেলি জগতের বান্ধবীরাও। তাঁদের মধ্যে ছিলেন সৈরিতী বন্দ্যোপাধ্যায়, সোনাল মিশ্র, অন্তঃশীলা-সহ আরও অনেকে।

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।