পানাজি: যত দিন যাচ্ছে তত যেন সমস্যা গভীর হচ্ছে ইস্টবেঙ্গলে। অভিষেক মরশুমে দল চ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশা করেননি অতি বড় সমর্থকও। কিন্তু তা বলে দিনের পর দিন হার তো আর মেনে নেওয়া যায় না। তাই নাকি কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে কোচ রবি ফাওলারের সঙ্গে কথা বলতে চায় ম্যানেজমেন্ট। তবে চাপ সৃষ্টি করা নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে মরিয়া ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর কোচ রবি ফাওলার জানিয়েছেন, আইএসএলে তাঁর হাতে আইলিগের মানের দল তুলে দেওয়া হয়েছে। পিঠ বাঁচাতে লিভেরপুল লেজেন্ডের এমন কথা মেনে নিতে পারছেন না অনেকেই। তাই ম্যানেজমেন্ট চাইছে টেলি-কনফারেন্সের মধ্যে দিয়ে কোচের সঙ্গে একবার আলোচনা সেরে নিতে। সেখানে তাদের কিছু বক্তব্য যেমন পেশ করা হবে তেমনি শোনা হবে কোচের কথাও।

এদিকে বুধবারই গোয়ায় পৌঁছে গেলেন নতুন স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। চলতি মাসে বেনিন স্ট্রাইকারের এদেশে আসার বিষয়ে মাঝে সামান্য জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু সব বাধা পেরিয়ে বুধের সকালে মুম্বই পৌঁছে যান ২২ বছরের স্ট্রাইকার। সেখান থেকে বিমান ধরে সন্ধেয় গোয়া পৌঁছে যান ব্রাইট। গোয়া পৌঁছেই কোয়ারেন্টাইনে প্রবেশ করে গিয়েছেন নাইজিরিয়ার বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলার। সব ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ম্যাচে দেখা যেতে পারে তাঁকে।

তবে হায়দরাবাদ ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রক্ষণের ফাঁকফোকর। ড্যানি ফক্স জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন কীনা, নিশ্চিত নয়। তাই সবদিক ভেবেচিন্তে ফুল-ব্যাক কালাম উডকে অষ্টম বিদেশি হিসেবে দলে নিয়ে রাখল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সকলের অজান্তে গোয়ায় ইতিমধ্যে ১৪দিনের কোয়ারেন্টাইনও সেরে ফেলেছেন ইংলিশ ফুটবলার। কেরালা ম্যাচের আগেই দলের সঙ্গে অনুশীলন করার কথা তাঁর।

পাশাপাশি রক্ষণের দৈন্যদশা দেখে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় অন্য দল থেকে দেশীয় ডিফেন্ডার নেওয়ার ভাবনায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বেশ কিছু ফুটবলারের নাম শর্টলিস্টও করা হয়েছে। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি রাজি হলে তাদের নেওয়া হতে পারে দলে। সেক্ষেত্রে বর্তমান স্কোয়াডের কয়েকজনকে ছাঁটাই করা হবে বলেই খবর।

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।