শুভেন্দুর হাত ধরে আরও ২৫ জন নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে! বাড়ছে জল্পনা
শুভেন্দু অধিকারী আগেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন, ছেড়েছিলেন নিরাপত্তাও। বুধবার তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। এরই মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদানের বার্তাও পৌঁছেছে। তাঁর ঘনিষ্ঠ মহল থকে বিজেপিতে যোগদানের ইঙ্গিতও দেওয়া হয়েছে। অমিত শাহের সভায় তিনি যোগদান করতে পারেন বিজেপিতে। এই অবস্থায় তৃণমূলের আরও ২৫ জনকে নিরাপত্তা দেওয়ার তোড়জোড় চলছে বলে সূত্রের খবর।

আরও ২৫ জন নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে?
তবে কি শুভেন্দুর পথ ধরে তৃণমূলের আরও ২৫ জন নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে? শুভেন্দুকে নিয়ে জল্পনার মাঝেই প্রশ্ন উঠে গেল তৃণমূলে বিদ্রোহ নিয়ে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিজেপিতে যোগদানের সমূহ সম্ভাবনা রয়েছে তৃণমূলের অনেক নেতার। তবে তা সংখ্যায় কতজন হবে, তা অনুমান করা শক্ত।

যাঁরা তৃণমূল ভেঙে আসছে বিজেপিতে, প্রশ্নে নিরাপত্তা
স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়ান্দা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক নেতার উপর হামলার আশঙ্কা রয়েছে। আগেই বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার যাঁরা তৃণমূল ভেঙে আসছেন বিজেপিতে, তাঁদের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। যাঁরা বিজেপিতে আসতে চাইছেন তাঁদের নিরাপত্তা তুলে নিচ্ছে রাজ্য, তাই কেন্দ্রের তরফে এহেন সিদ্ধান্ত।

২৫ জনের নিরাপত্তা পর্যালোচনা করছে স্বরাষ্ট্রমন্ত্রক
রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে যে ২৫ জনের নিরাপত্তা পর্যালোচনা করা হচ্ছে, তারাও তৃমমূলকে ছেড়ে খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন। সূত্রের খবর এই ২৫ জনের মধ্যে চারজন ওয়াই প্লাস, ১০ ওয়াই, ৬ জন এক্স শ্রেণির নিরাপত্তা পেতে পারেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন নিরাপত্তায়।

শুভেন্দুর সঙ্গে একসঙ্গে পথ চলতে চাইছেন যাঁরা
শুভেন্দু অধিকারীর গন্তব্য যে বিজেপিতেই, তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। এরপরই শুভেন্দুর সঙ্গে একসঙ্গে পথ চলার জন্য তৃণমূল ছাড়ার হিড়িকও পড়ে গিয়েছে। অনেকে এখনও অপেক্ষায়। তৃণমূলের জেলাস্তরের নেতা থেকে শুরু করে ব্লকস্তরের নেতা-বিধায়করা সরে যাচ্ছেন মমতার পাশ থেকে। এমনকী বিধায়করাও ছাড়বেন তৃণমূল, অনেকেই তা খুল্লামখুল্লা জানিয়েও দিয়েছেন, অনেকে বেসুরো গাইছেন।

দুই বিধায়ক শুভেন্দু অধিকারীর সমর্থনে
এদিন পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা দেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীই সঙ্গে আছি। তিনি সুনীল মণ্ডলের বাড়িতে আসছেন। বৈঠকে করার জন্য পা বাড়িয়ে আছেন তিনি। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারও তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনিও বেসুরো গাইছেন, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের মতো।
দিদির সঙ্গে ছিলাম পিসি সঙ্গে নেই! শুভেন্দুর ডাকে ভিড় বাড়ছে বিদ্রোহী তৃণমূলীদের