পিঠের টান সারিয়ে নেটে নেমে পড়লেন স্মিথ, বিশ্বসেরা ব্যাটসম্যানকে নিয়ে স্বপ্ন দেখছেন পেইন
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে, অজি শিবির যেন মিনি হাসপাতাল। মঙ্গলবার সেই তালিকাতেই জুড়ে যান স্টিভ স্মিথ। চার ম্যাচের টেস্ট সিরিজে অজি ব্রিগেডে স্মিথ দলের ব্যাটিং স্তম্ভ। সেই স্মিথ প্রথম টেস্টে মাঠে নামার ৪৮ ঘন্টা আগে চোটের কবলে পড়ায় কোচ জাস্টিন ল্যাঙ্গারের চিন্তা বেড়েছিল।

কীভাবে চোট
অজি দল সূত্রে জানা যায়, মঙ্গলবার শরীরচর্চা করে মাঠে নামার পর ঝুঁকে ফিল্ডিং করতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করলে ১০ মিনিট মাঠে থেকে স্মিথ ড্রেসিংরুমে ফিরে যান।

স্মিথকে নিয়ে উদ্বেগ
পিঠে টান ধরায়, অ্যাডিলেডে নেটে ব্যাটিং প্র্যাকটিস না করেই স্মিথ মাঠ ছেড়েছিলেন। যেকারণে টেস্টের এক নম্বর ব্যাটসম্যানকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রথম টেস্টে এমনিতেই চোটের কারণে অজিরা জেরবার, দল সাজানো নিয়েই প্রশ্ন উঠছে, সেখানেই স্মিথের চোট নতুন করে প্রশ্ন তুলে দেয়।

অজি দলের অধিনায়ক কী জানালেন
বুধবার অবশ্য স্মিথকে নিয়ে অজি দলের অধিনায়ক টিম পেইন আশার কথা শোনালেন। পিঠে টান ধরায় স্মিথ নেটে না নামলেও অজিদের মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভের প্রস্তুতি দারুণ বলে পেইন জানিয়েছেন।

স্মিথকে নিয়ে পেইনের প্রতিক্রিয়া
স্মিথকে নিয়ে পেইন বলেন, 'স্মিথের চোট গুরুতর নয়। ওকে নেটে প্র্যাকটিস করতে দেখা যাবে। পিঠের টানের কারণে ও প্র্যাকটিস না করলেও কোনও অসুবিধে নেই। গত সপ্তাহে স্মিথ ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। ভারতের বিরুদ্ধে সিরিজে মাঠে নামার আগে ওর দারুণ প্রস্তুতি রয়েছে।'

নেটে নেমে পড়লেন স্মিথ
প্রসঙ্গত বুধবারই স্মিথকে পিঠের টান সারিয়ে নেটে ব্যাটিং করতে নেমে পড়তে দেখে গিয়েছে। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর এই প্রথম ভারতের বিরুদ্ধে টেস্টযুদ্ধে স্মিথকে খেলতে দেখা যাবে।