কৃষি আইনের প্রতিবাদে প্রাণ দিলেন শিখ ধর্মগুরু, নিজের লাইসেন্স রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী
কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ নতুন করে ঝাঁঝ বাড়াচ্ছে। আজ হরিয়ানায় কৃষি আইনের প্রতিবাদে আত্মঘাতী হয়েছেন এক শিখ ধর্মগুরু। সন্ত বাবা রাম সিং নামে ওই শিখ ধর্মগুরু নিজের লাইসেন্স রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হল। কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়েই নিজে আত্মাহুতি দিয়েছেন বলে দাবি। কৃষকদের উপর এই নিপীড়ন সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নেন তিনি।

আত্মঘাতী শিখ ধর্মগুরু
আত্মঘাতী হলেন শিখ ধর্মগুরু সন্ত বাবা রাম সিং। কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েই আত্মঘাতী হয়েছেন শিখ ধর্মগুরু। কৃষকদের কষ্ট তিনি আর দেখতে পাচ্ছেন না বলেই আত্ম হননের পথ বেছে নিয়েছেন সুইসাইড নোটে লিখেছেন শিখ ধর্মগুরু। সুইসাইড নোটে, 'শিখ ধর্মগুরু আরও লিখেছেন, সরকার যেভাবে কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে। তাঁদের কষ্ট আর দেখতে পাচ্ছি না এই কষ্ট চোখে দেখা যায় না। জীবিত অবস্থায় কৃষকদের এই কষ্ট তিনি দেখতে চান না বলেই আত্মহননের পথ বেছে নিচ্ছেন'

শোক প্রকাশ রাহুলের
শিখ ধর্মগুরুর আত্মঘাতী হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকালে সাঙ্গু সীমানায় শিখ ধর্মগুরু যে ভাবে আত্মঘাতী হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি এর জন্য মোদী সরকারকেই কাঠগড়য়া দাঁড় করিয়েছেন। কৃষকদের অধিকার কেড়ে নেওয়ার সব সীমা ছাড়িয়ে গিয়েছে মোদী সরকার। আর সহ্য করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই ঘটনা জানার পরেও যদি মোদী সরকার কৃষি আইন প্রত্যাহার না করেন তাহলে সেটা তাঁদের ওদ্ধত্য ও জেদি মানসিকতা ছাড়া আর কিছুই নয় বলে টুইটে লিখেছেন রাহুল গান্ধী।

আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন কৃষকরা
আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করে দিয়েছেন কৃষকরা। দিল্লির সীমানায় লাগাতাকর অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। মোদী সরকার যতদিন থাকবেন ততদিন আন্দোলন চালিয়ে যেতে তাঁরা প্রস্তুত বলে হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা।এখনও প্রর্যন্ত কৃষক আন্দোলনে ১০ জন মারা গিয়েছেন। কোনও ভাবেই কৃষক আন্দোলন প্রত্যাহার ছাড়া তাঁরা কোনও পথে হাঁটবেন না বলে জানিয়েছেন।

ভুল বোঝাচ্ছে বিরোধীরা
কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। তাঁদের ভুল পথে চালনা করা হচ্ছে। মঙ্গলবার এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন বিরোধীরা যখন ক্ষমতায় ছিল তখন কৃষি বিলের সমর্থন জানিয়েছে। য়েই সরকার থেকে তাঁরা চলে গিয়েছে অমনি কৃষকদের ভুল পথে চালনা করতে শুরু করেছেন। এই নিয়ে কংগ্রেসকে ইঙ্গিত করে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।