গোলাপি বলে দিন রাতের টেস্টে কিংবদন্তি সচিনের কোন রেকর্ডের সামনে বিরাট কোহলি
অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু গোলাপি বলে দিন রাতের টেস্ট। এই প্রথম ডনের দেশে দিন রাতের ম্যাচ খেলতে চলেছে ভারত। আর সিরিজের এই প্রথম টেস্টে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার সামনে রয়েছেন বিরাট।

সচিনের কীর্তি
ডনের দেশে ভারতীয়দের মধ্যে 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে। অজিভূমে ২০ টেস্টে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। সব মিলিয়ে সচিনের সংগ্রহ ছিল ১৮০৯ রান।

বিরাট কোহলি কোথায় দাঁড়িয়ে
সেখানে বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারে অজি ভূমে ১২টি টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি পেয়েছেন। ডনের দেশে কোহলির নামের পাশে মোট, ১২৭৪ রান করেছেন।

সচিনের রেকর্ড টপকানোর দোরগোড়ায় কোহলি
অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টেস্ট সিরিজে, দিন রাতের ম্যাচটি খেলে বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরতে চলেছেন। সেক্ষেত্রে কোহলি পিঙ্ক বলের এই ম্যাচে সেঞ্চুরি হাঁকালে কিংবদন্তি সচিনের ভারতীয়দের মধ্য়ে অজিভূমে টেস্টে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড টপকে যাওয়ার সুযোগের সামনে রয়েছেন।

গত সফরে টেস্টে বিরাটের পারফর্ম্যান্স
প্রসঙ্গত গতবার অস্ট্রেলিয়া সফরে বিরাট চার টেস্টের ৭ ইনিংস মিলিয়ে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি হাঁকান। পারথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৩ ও মেলবোর্ন টেস্টে ৮২ রান হাঁকান। ৭ ইনিংস মিলিয়ে ভারত অধিনায়ক ২৮২ রান করেন।
অনুব্রত মণ্ডল-সুব্রত বক্সিদের ফোন বিজেপির, এবার কারা 'টার্গেট’ স্পষ্ট করলেন মমতা