স্টাফ রিপোর্টার, কোচবিহার: কেউ কেউ জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। কিছু যায় আসে না। কোচবিহারের জনসভা থেকে নাম না করে ফের দলের বিধায়ক তথা পদত্যাগী মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনদিনের উত্তরবঙ্গ সফরে বুধবার কোচবিহারে জনসভা করেন মুখ্যমন্ত্রী। এদলের ‘বেসুরো’ নেতা-মন্ত্রীদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ জোয়ারে আসে, ভাটায় চলে যায়। তাতে কিছু যায় আসে না। যারা প্রথম থেকে ছিল তারা আছে। তারাই লড়বে। জেনে রাখবেন, তারা চরিত্র বদল করতে পারে না। জামা কাপড় বদলানো যায়। কিন্তু আদর্শ বদলানো যায় না।”
মঙ্গলবার জলপাইগুড়ির জনসভা থেকে নাম না করে শুভেন্দুর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, “১০ বছর ধরে পার্টির হয়ে খেয়ে, সরকারে থেকে সরকারের সবটা খেয়ে ভোটের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে কিন্তু কিছুতেই আমি মেনে নেব না, এটা মনে রাখবেন।”
শুধু শুভেন্দু নন, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপি–তে যোগ দেওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকেও এদিন নাম না করে আক্রমণ করেছেন মমতা৷ মিহিরের দলবদল প্রসঙ্গে মমতা এক পুরনো প্রবাদের কথা উল্লেখ করেন। ভরা জনসভায় দাঁড়িয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “অভিযোগের ভিত্তিতে আমাদের দল থেকে তাঁকে তাড়িয়ে দিয়েছিলাম। আর তাঁকে বিজেপি দলে নিয়েছে।” এ নিয়ে মমতার কটাক্ষ, “এ আসলে নতুন বোতলে পুরনো মদ।” তিনি আরও বলেন,“যার বিরুদ্ধে এত অভিযোগ, সে নানারকম মিথ্যা কথা বলে, কুৎসা করে, চরিত্রহনন করে, টাকা–পয়সা খরচ করে, এপার ওপারে অনেক কিছুর সঙ্গে জড়িত থেকে একটা নির্বাচনে পগারপাড় হয়েছে। কিন্তু আগামীদিনে কী হবে?”
এদিন দলের বিক্ষুব্ধদের প্রতি বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলানোর আবেদন করে কেন্দ্রকে চিঠি দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। এই প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘ওরা (বিজেপি) বলছে জনগণমন বদলে দেবে! ক্ষমতা থাকলে করে দেখাক!’ বিজেপিকে আক্রমণ করে বলে দেন, ‘বাংলায় চলে এসেছে কিছু চম্বলের ডাকাত, বহিরাগত। বলছে মেরে দাও গুঁড়িয়ে দাও।’
বিজেপিকে নিশানা করে মমতা দাবি করেন, সুব্রত-অনুব্রতর কাছে দলবদলের প্রস্তাব এসেছিল। বলেন, ‘সুব্রত বক্সির কাছে দলবদলের প্রস্তাব দিয়ে ফোন এসেছিল। দিল্লি থেকে অনুব্রতর কাছেও ফোন, বলেছে বসতে চাই।’