৭৪’ একসঙ্গে দু’টি পরিবর্তন গোয়ার। লেনের পরিবর্তে মাঠে নামলেন ডোহলিং। পাশপাশি গঞ্জালেসের পরিবর্তে এলেন জর্জ ওর্তিজ

৬৯’ বক্সের ঠিক বাইরে নগুয়েরাকে দুর্দান্ত ফাইনাল ট্যাকল করে এটিকে-মোহনবাগান রক্ষণে একটি বিপদ রক্ষা করলেন ম্যাকহিউ

৬৬’ প্রথম পরিবর্তন এটিকে-মোহনবাগানের। জয়েশ রানের পরিবর্তে মাঠে এলেন এদু গার্সিয়া

৬৫’ প্রথম পরিবর্তন এফসি গোয়ার। আলেকজান্ডার রোমারিওর পরিবর্তে মাঠে এলেন ব্র্যান্ডন ফার্নান্দেজ

৬০’ আঙ্গুলোর উদ্দেশ্যে লেনের বিষাক্ত ক্রস। সঠিক সময়ে বেরিয়ে এসে দস্তানাবন্দি করলেন অরিন্দম

৫৪’ ফ্রি-কিক থেকে ডেভিড উইলিয়ামসের শট সরাসরি বিপক্ষ গোলরক্ষকের দস্তানায়

৫৩’ রয় কৃষ্ণাকে ফাউল করলেন দোনাচি। বক্সের বাইরে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক এটিকে-মোহনবাগানের

৫১’ প্রতি-আক্রমণে সেরিটনের ক্রস থেকে লেনের হেড অনেকটা বাইরে

৪৮’ দ্বিতীয়ার্ধে এফসি গোয়ার প্রথম কর্নার। বিপদ কিছু ঘটল না

কিক-অফ করে শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

গোলশূন্যভাবে শেষ হল প্রথমার্ধের খেলা

অতিরিক্ত সময় ২ মিনিট

৪৩’ বেদিয়ার ফ্রি-কিক থেকে হেড গোল করতে উদ্যত হলে ফাউল করে ফেললেন লেন

৪০’ ডেভিড উইলিয়ামসের দূরপাল্লার দুরন্ত শট পোস্টে লেগে প্রতিহত

৩৪’ থ্রু বল ধরে বক্সের মধ্যে গোলের চেষ্টায় মনবীর। কিন্তু বল দখল করতে গিয়ে সেরিটনকে ফাউল করে বসলেন এটিকে-মোহনবাগান স্ট্রাইকার

কুলিং ব্রেক

২৭’ গোল লক্ষ্য করে রয় কৃষ্ণার নেওয়া শট সরাসরি বিপক্ষ গোলরক্ষকের হাতে

২৩’ বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করে হলুদ কারড দেখলেন ডেভিড উইলিয়ামস

২১’ ফ্রি-কিক এফসি গোয়ার। কিন্তু এটিকে-মোহনবাগান রক্ষণে বিপদ কিছু ঘটল না

১৫’ ইগর আঙ্গুলোকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন তিরি

১৪’ কর্নার এফসি গোয়ার অনুকূলে। কিন্তু প্রতিহত এটিকে-মোহনবাগান রক্ষণে।

৯’ প্রণয়ের বাড়ানো থ্রু বল ধরে সুযোগ এসে গিয়েছিল উইলিয়ামসের কাছে। কিন্তু পায়ে-বলে ঠিকঠাক সংযোগে ব্যর্থ অজি স্ট্রাইকার

৫’ কৃষ্ণাকে ফাউল করলেন দোনাচি। ফ্রি-কিক এটিকে-মোহনবাগানের

কিক-অফ করে শুরু হল খেলা

এটিকে-মোহনবাগান একাদশ: অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, প্রণয় হালদার, জয়েশ রানে, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, মনবীর সিং।

এফসি গোয়া একাদশ: মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), সেরিটন ফার্নান্দেজ, জেমস দোনাচি, ইভান গঞ্জালেস, সেভিয়ার গামা, লেনি রডরিগেজ, এডু বেদিয়া, সেইমিনলেন দঙ্গেল, আলবার্তো নগুয়েরা, আলেকজান্ডার রোমারিও, ইগর আঙ্গুলো।

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।