স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে আগামী ৪৮ ঘন্টায়। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিন পশ্চিমবঙ্গের পার্বত্য ও তাঁর সংলগ্ন অঞ্চলে রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গে আগামী দুদিন সবকটি জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে।
বুধবার উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোচবিহারে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৪.৪ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৬.০ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোচবিহারে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৪ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোচবিহার ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি ১৭.১ ডিগ্রি সেলসিয়াস
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এখন ও আগামী ৭২ ঘন্টায় সকালে কুয়াশার দাপট দেখা দেবে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও, এরপর তা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ১৫ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১৫ ডিগ্রি সেলসিয়াস।