নয়াদিল্লি : সমগ্র দেশের নিরিখে দেখা যাচ্ছে ঘন কুয়াশা থাকছে বিহারে। মাঝারি কুয়াশা বিহারের বাকি অন্যান্য জেলায়। খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ওডিশার কোনও কোনও জায়গাতে আবার হালকা বৃষ্টি হয়েছে। বাকি অঞ্চল মোটামুটি শুকনো ছিল বলে খবর হাওয়া অফিস সূত্রে।
সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে সিকিমে। সেখানে আজ বুধবার সকালের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় তা নামতে পারে সাত ডিগ্রিতে। গত ২৪ ঘণ্টায় ওডিশার সুন্দরগড়ে তাপমাত্রা ছিল সব থেকে কম, যা ১২.৫ ডিগ্রি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের উপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটি। বৃহস্পতি ও শুক্রবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, রাজস্থানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। বুধবার উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোচবিহারে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৪.৪ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৬.০ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোচবিহারে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৪ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোচবিহার ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি ১৭.১ ডিগ্রি সেলসিয়াস
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এখন ও আগামী ৭২ ঘন্টায় সকালে কুয়াশার দাপট দেখা দেবে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও, এরপর তা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ১৫ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১৫ ডিগ্রি সেলসিয়াস।