কলকাতাঃ  আগেই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর একের পর এক পদ ছেড়েছেন। যদিও এখনও পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক হিসাবে রয়ে গিয়েছেন। কিন্তু এবার সেই পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন শুভেন্দু! সেই সঙ্গে তৃণমূলের সদস্য পদও ছাড়তে চলেছেন তিনি।

সূত্রের খবর, হয়তো আজ বুধবারই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতায় আসতে পারেন শুভেন্দু। সোজাসুজি দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর কাছেই পদত্যাগ পত্র জমা দিতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে শুভেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে কাঁথি দক্ষিণ বিধানসভা থেকে জয়লাভ করেন।২০০৯ সালে তমলুক থেকে লোকসভা নির্বাচনে জয়যুক্ত হয়ে শিল্প দফতরের স্থায়ী কমিটির সদস্য বন।

২০১৪ সালেও নিজের আসনে জয়ী হন শুভেন্দু। ২০১৬ সালে পদত্যাগ করে নন্দীগ্রাম থেকে লড়াই করেন। সেখানেও জয়ী হন। পরিবহণ, সেচ দফতরের মত গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

যদিও গত ২৭ নভেম্বর রাজ্যের সমস্ত দফতর থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সমস্ত সরকারি পদ থেকেও সরে গিয়েছেন। এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন বলে খবর। অন্যদিকে, দীর্ঘদিনের মায়া কাটিয়ে বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। আগামী শনিবার বাংলায় আসছেন অমিত শাহ।

সূত্রের খবর, সকাল ১১টায় পশ্চিম মেদিনীপুরের হবিবপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। কাছেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাসির বাড়ি পরিদর্শনেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে যোগ দেবেন শাহ।

বৈঠকের পর মেদিনীপুর শহর থেকে ১২ কিলোমিটার দূরে কর্ণগড় মন্দিরে পুজো দিতে যেতে পারেন তিনি। ফেরার সময় এবারও আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজ সারার কথা শাহ-র। এরপর সোজা মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেদিন একমঞ্চে দেখা যেতে পারে শুভেন্দুকে। এরই মধ্যে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে পারেন তিনি। শুধু তিনিই নন, আরও বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ককেও শাহের মঞ্চে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

যদিও শুভেন্দুকে নিয়ে জল্পনার শেষ নেই! অপর একটি সূত্র জানাচ্ছে, শুক্রবারই দিল্লি উড়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে মোদীর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু। দেখা হতে পারে অমিত শাহের সঙ্গেও। এরপরেই মেদিনীপুরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। এমনটাই সূত্রে জানা যাচ্ছে।

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।