আইএসএল ২০২০-২১ : প্রথমার্ধে গোল পেল না এটিকে মোহনবাগান, শান্ত এফসি গোয়াও
যেমনটা ভাবা হয়েছিল, তেমনটা হল না। আইএসএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই এবং পরিকল্পিত ফুটবল দেখার কথা ছিল, প্রথমার্ধে তা খুব একটা নজরে পড়েনি। কেবল শেষের দিকে কিছুটা চেষ্টা করে আন্টোনিও লোপেজ হাবাসের দল। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও শূন্য হাতে ফিরে আসতে হয় রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসকে।

শুরু থেকেই ম্যাচে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শুরুতেই বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় সবুজ-মেরুন। উল্টে এফসি গোয়ার তরফে কোনও ইতিবাচক মুভ চোখে পড়েনি। তালমিলের অভাবে বেশ কয়েকবার ভুল করে ফেলেন গোয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে গোলের কাছে পৌঁছে গিয়েও সফলতা পেতে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। ইতিমধ্যে প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার সবুজ-মেরুন ডিফেন্সকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেয় এফসি গোয়া।
প্রথমার্ধে ৭১ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে এফসি গোয়ার দখলে। ২৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে এটিকে মোহনবাগান। প্রথমার্ধে নিজেদের মধ্যে ২৬৭টি পাস খেলে এফসি গোয়া। মাত্র ১১৩টি পাস আসে এটিকে মোহনবাগান ফুটবলারদের বুট থেকে। এফসি গোয়ার গোলমুখে ৬টি শট নেন রয় কৃষ্ণারা। একটি শট নেয় এফসি গোয়া। একটি কর্ণার অর্জন করতে সক্ষম হয় ইগর আনগুলোরা। দুই বার কার্ড দেখে এটিকে মোহনবাগান।