কলকাতা: শহরে ফের কমল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা৷ পাঁচ থেকে কমে এক৷ এর আগে এক থেকে বাড়তে বাড়তে পাঁচ হয়েছিল৷ সেই সংখ্যাটা ফের কমায় স্বস্তি শহরবাসীর৷

এক সময় কলকাতা পুর এলাকায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়তে বাড়তে ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ অনেক এলাকায় কার্যত ঘরবন্দি ছিলেন শহরবাসী৷ সেখান থেকে ধীরে ধীরে তারা মুক্ত হন৷ কারণ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এসেছিল৷ সেখান ফের বাড়তে থাকে৷

নভেম্বরে কলকাতায় ১টি থেকে ৩টি কন্টেইনমেন্ট জোন হয়েছিল৷ সেটা পয়লা ডিসেম্বর আরও বেড়ে পাঁচ হয়েছিল৷ ১৬ ডিসেম্বর বুধবার সেই সংখ্যাটা এক এ নেমে এল৷

কলকাতা পুরসভা সুত্রে জানা গিয়েছে, নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে, বালিগঞ্জ ফাঁড়ি এলাকার কয়েকটি আবাসন৷ সংক্রমিত এলাকা কলকাতা পুরসভার ৮ নম্বর বোরোর ৬৯ নম্বর ওয়ার্ডের বালাজি এনক্লেভ ,৮ সানি পার্ক এলাকার একাংশ৷

আগের তালিকা থেকে বাদ গিয়েছে বালিগঞ্জ, ভবানীপুর ও একবালপুরের যে সব এলাকা তা হল কলকাতা পুরসভার ৮ নম্বর বোরোর ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সার্কুলার রোডের কয়েকটি আবাসন, রো ল্যান্ড রোডের একটি বাড়ি৷ এছাড়া ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ ফাঁড়ির আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ এলাকার একটি আবাসন৷

কলকাতা পুরসভার ৯ নম্বর বোরোর ৭৯ নম্বর ওয়ার্ডে একবালপুরের ডায়মন্ড টাওয়ারের এক অংশের কয়েকটি ফ্ল্যাট৷ তাছাড়া ৮ নম্বর বোরোর ৭০ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের ৩৮বি এলগিন রোডের কয়েকটি ফ্ল্যাট৷
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,শুধু কলকাতায় করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে৷ এর ফলে মোট মৃতের সংখ্যা ২,৮১২ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০৩ জন৷ মোট আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ১৪৮ জন৷

একদিনে কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৭১৬ জন৷ তারফলে মোট সুস্থ হয়ে উঠার সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯ হাজার ৪০৬ জন৷ তবে এই মূহুর্তে শহরে অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) ৪,৯৩০ জন৷

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।