• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অবশেষে অস্ট্রেলিয়ায় রোহিত, মাঠে নামতে পোড়াতে হবে বিস্তর কাঠখড়!

  • |

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা শেষে অস্ট্রেলিয়া পৌঁছলেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। এর মানেই যে তিনি মাঠে নামার ছাড়পত্র পেয়ে গিয়েছেন, তেমনটা ভাবার কোনও কারণ নেই। বিসিসিআইয়ের জারি করা নির্দেশিকা অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামতে হলে বিস্তর কাঠখড় পোড়াতে হবে হিটম্যানকে। দিতে হবে পরীক্ষাও।

অস্ট্রেলিয়ায় রোহিত

অস্ট্রেলিয়ায় রোহিত

মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়া রওনা হয়ে যান টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। বিকেলে তিনি ক্যাঙারুর দেশে পৌঁছে গিয়েছেন বলে খবর। করোনা ভাইরাসের প্রভাবমুক্ত হতে অস্ট্রেলিয়ার প্রশাসনিক বিধি মেনে আগামী ১৪ দিন রোহিতকে নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে।

ফিটনেস যাচাই অস্ট্রেলিয়াতেও

ফিটনেস যাচাই অস্ট্রেলিয়াতেও

১৪ দিনের কোয়ারেন্টাইনপর্ব চলাকালীন রোহিত শর্মাকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র পরামর্শ মতো রুটিন মেনে হোটেলেই ফিটনেস ট্রেনিং করতে বলা হয়েছে। সেই পর্ব কেটে যাওয়ার পর অস্ট্রেলিয়াতেই রোহিতের ফিটনেস রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে এক বিবৃতি জারি করে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তাঁর কথায়, হিটম্যান ক্লিনিক্যালি ফিট। তবে ম্যাচ ফিট হতে রোহিতকে আরও কিছুটা সময় অতিবাহিত করতে হবে বলেও জানিয়েছেন শাহ।

তৃতীয় টেস্টে খেলবেন রোহিত?

তৃতীয় টেস্টে খেলবেন রোহিত?

ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় রোহিতকে ক্যাঙারুর দেশে পাঠানো হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনে পর্ব শেষে এক সপ্তাহের প্রস্তুতি পেলে রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার পরিস্থিতিতে পৌঁছে যাবে বলে মনে করে বিসিসিআই ও এনসিএ। ফলে ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে রোহিত খেলবেন বলেই ধরে নেওয়া যায়।

রোহিতের চোট কতটা গুরুতর

রোহিতের চোট কতটা গুরুতর

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের পেশীতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। চার ম্যাচ তাঁকে মাঠের বাইরে বসতে হয়েছিল। যদিও চোট সারিয়ে ওই টুর্নামেন্টেই ফিরে এসেছিলেন হিটম্যান। ব্যাট হাতে কামাল করে মুম্বই ইন্ডিয়ান্সকে টানা দুই বার তথা মোট পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

দুরন্ত গোয়াকে কোন চালে বাজিমাত করবে এটিকে মোহনবাগান? কেমন দল সাজাতে পারেন হাবাস?

English summary
Rohit Sharma leaves for Australia, though his fitness will be assessed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X