অ্যাডিলেডে পন্টিং-ক্লার্ক থেকে ইডেনে লক্ষ্মণ-দ্রাবিড়, ম্যারাথন জুটিতে লুটি বিশ্ব
কখনও রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্ক তো কখনও ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড় - এমনই বহু অপ্রতিরোধ্য ব্যাটিং জুটির সাক্ষী থেকেছে বর্ডার-গাভাসকর ট্রফি। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের আরও এক সংস্করণ। তার আগে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্টে সিরিজের সঙ্গে জুড়ে থাকা কিছু অসাধারণ পার্টনারশিপের দিকে নজর ফেরানো যাক।

পন্টিং ও ক্লার্কের জুটি
২০১২ সালের অ্যাডিলেড টেস্টে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৬০৪ রানে ডিক্লেয়ার করেছিল হোম টিম। ২৭৫ বলে ২১০ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন মাইকেল ক্লার্ক। ৪০৪ বলে ২২১ রান করেছিলেন রিকি পন্টিং। দুই ক্রিকেটারের মধ্যে ৩৮৬ রানের পার্টনারশিপ হয়েছিল। যা বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

লক্ষ্মণ ও দ্রাবিড়ের জুটি
২০০১ সালের ঐতিহাসিক ইডেন গার্ডেন্স টেস্টের প্রথম ইনিংসে ফলো-অনের কবলে পড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবু ওই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। বিশ্বসেরা প্রত্যাবর্তনের ওই ম্যাচে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মধ্যে ৩৭৬ রানের পার্টনারশিপ হয়েছিল। ২৮১ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ ও ১৮০ রান করেছিলেন রাহুল দ্রাবিড়।

বিজয় ও পূজারার জুটি
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। ২০১৩ সালের হায়দরাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭০ রানের পার্টনারশিপ হয়েছিল দুই ক্রিকেটারের। ১৬৭ রান করেছিলেন বিজয়। ২০৪ রান করেছিলেন পূজারা।

তেন্ডুলকর ও লক্ষ্মণের জুটি
২০০৪ সালের সিডনি টেস্টে ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৭৮ রান করেছিলেন ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। সেই ম্যাচে দুই ক্রিকেটারের মধ্যে ৩৫৩ রানের পার্টনারশিপ হয়েছিল।
পিঙ্ক টেস্টের ভেন্যু অ্যাডিলেড বিরাটের কেরিয়ারে কেন পয়া মাঠ?