• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই’! কাকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক

একটা ফেসবুক পোস্ট বার্তা দিয়ে গেল অনেক কিছুর! শাসক দল তৃণমূলের বর্তমান অবস্থা নিয়ে গভীর ইঙ্গিত করে গেল ওই পোস্ট। তৃণমূল বিধায়ক এই পোস্ট কোনও এক-আধজনকে নিশানা করেই করেন। তবে কে নিশানায় তা স্পষ্ট করেননি কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই! কাকে নিশানা

এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই! কাকে নিশানা

তৃণমূল বিধায়ক সোমবার রাতে তাৎপর্যপূর্ণ এক বার্তা পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে। তিনি লেখেন- ‘এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। পারলে এক কোপে কাটবে।' এই পোস্টের পরই সকলের মনে প্রশ্ন জেগেছে- কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করলেন উদয়নবাবু।

দাদার পুরনো খেলা শুরু! ফেসবুক পোস্টে জল্পনা

দাদার পুরনো খেলা শুরু! ফেসবুক পোস্টে জল্পনা

মঙ্গলবার সকাল থেকে তৃণমূলের অন্দরে এবং রাজনৈতিক মহলে যখন উদয়নবাবুর ওই পোস্ট নিয়ে কানাঘুষো চলতে থাকে, তখনই তিনি আরও একটা পোস্ট করেন ফেসবুকে। সেখানে তিনি লেখেন- ‘দাদার পুরনো খেলা শুরু।' এই পোস্টের পরই নতুন মাত্রা পেতে শুরু করেছে তাঁর আগের পোস্ট।

শুভেন্দু অধিকারী তো একা নন, অনেকেই বিদ্রোহী

শুভেন্দু অধিকারী তো একা নন, অনেকেই বিদ্রোহী

এখন প্রশ্ন দাদা বলতে কাকে বোঝাতে চেয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ? শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ তাঁর নিশানায়, তা নিয়েই জল্পনা চলছে। কেননা শুভেন্দু অধিকারী তো একা নন। নয় নয় করে অনেকেই বিদ্রোহীর তালিকায় নাম লিখিয়েছেন। রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্রপ্রসাদ তিওয়ারি, শীলভদ্র দত্তের মতো অনেক নাম।

তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছে, বার্তা বিধায়কের

তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছে, বার্তা বিধায়কের

এর আগে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের একচি সভা থেকে দলের নেতাদের নিশানা করে উদয়ন গুহ বলেন, তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছে। দলের একাংশের ক্ষোভের দলত্যাগের ঘটনা ঘটছে। উদয়ন গুহ জানান, তাঁর কাছেও বিজেপিতে যাওয়ার প্রস্তাব এসেছে।

তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি, এসেছি মমতাকে দেখে

তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি, এসেছি মমতাকে দেখে

উদয়ন গুহ জানান, আমি তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি। আমি এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিনও বিজেপিতে যোগ দিলে, আমিও যাব নাহলে নয়। এরপর উদয়ন গুহ তাঁর ফেসবুক পোস্টে নিশানা করলেন তৃণমূলের বি্দ্রোহীদের।

লোকসভায় পাইনি, বিধানসভায় চাই! 'অং-বং-সং' জোটকে আক্রমণ করে আবেদন মমতার

English summary
TMC MLA Udayan Guho criticizes rebellions like Subhendu Adhikari and others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X