• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিরাট নয়, ডনের দেশে ফের টেস্ট সিরিজ জিততে ভারতের বাজি হতে পারেন এই ক্রিকেটার, বললেন বর্ডার

  • |

ডনের দেশে পিঙ্ক বল টেস্টে মাঠে নামার আগে পাঁচদিনের ফর্ম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় আইসিসি ব়্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। টেস্ট সিরিজে বিরাট বনাম কামিন্স দ্বৈরথ নিয়ে এখন চর্চার শেষ নেই। তবে বিরাট নয়, এবছর অজিভূমে ভারত সিরিজ জিতে ফিরতে চাইলে বাজি হবে এক বোলার, স্পষ্ট জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার।

ভারতের বাজি হতে পারেন কোন ক্রিকেটার

ভারতের বাজি হতে পারেন কোন ক্রিকেটার

বর্ডার জানিয়েছেন, তিনি পেসার বুমরাহের দারুণ ফ্যান। টেস্ট সিরিজে দুই দলে পার্থক্য তৈরি করে দিতে পারেন বুমরাহ, এমনটাই মনে করছেন বর্ডার।

ভারতের জয়ের চাবিকাঠি হতে পারেন বুমরাহ

ভারতের জয়ের চাবিকাঠি হতে পারেন বুমরাহ

বর্ডার জানিয়েছেন, 'ভারতের জন্য এবছর সিরিজ জিততে গেলে বুমরাহকে জ্বলে উঠতে হবে। অজিভূমে টেস্ট জিততে রানের পাহাড় গড়লেই হবে না। সেই সঙ্গে ২০টি উইকেট নিতে হবে। এটাই কোনও দলের কাছে সবচেয়ে বড় পরীক্ষার। ভারতের হয়ে জয়ের চাবিকাঠি হতে পারেন তাই বুমরাহ।'

গতবার অজিভূমে বুমরাহের বোলিং পারফর্ম্যান্স

গতবার অজিভূমে বুমরাহের বোলিং পারফর্ম্যান্স

প্রসঙ্গত ২০১৮ সালে প্রথমবার অজিভূমে টেস্ট সিরিজে বল করেন বুমরাহ। ৪ ম্যাচে ৮ ইনিংস বল করে বুমরাহের সংগ্রহ ছিল ২১ উইকেট। বুমরাহ ও অন্য ভারতীয় পেসারদের দুরন্ত বোলিংয়ে ভর করেই ভারত প্রথমবার অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ২-১ ব্যবধানে হারিয়েছিল।

ডনের দেশের বুমরাহের সেরা বোলিং নির্দশন

ডনের দেশের বুমরাহের সেরা বোলিং নির্দশন

উল্লেখ্য ডনের দেশেই বুমরাহের টেস্ট কেরিয়ারের সেরা বোলিং নিদর্শন রয়েছে। অজিভূমে ২০১৮ সালে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট নেন। ম্যাচে সব মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত এটাই বুমরাহের টেস্টে কোনও ম্যাচে সর্বসেরা পারফর্ম্যান্স।

English summary
Ind vs Aus: Jasprit Bumrah will be key for India in retaining Test series says Allan border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X