অমিত শাহের সভায় বড় ধাক্কা তৃণমূলে, লুকোচুরির অবসান ঘটিয়ে শুক্রবারই কি বিজেপিতে শুভেন্দু ?
জল্পনা অবশেষে সত্যি হওয়ার পথে। সূত্রের খবর সেই বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। দীর্ঘ কয়েকমাস দলের সঙ্গে এক প্রকাল লুকোচুরি খেলেছেন তিনি। নির্বাচনের আর ৬ মাস বাকি এবার সিদ্ধান্ত না নিলে দুই কূলই যাবে। অবশেষে বিজেপিতেই ভিঁড়তে হচ্ছে অধিকারী গড়ের রাজপুত্রকে। সূত্রের খবর শুক্রবারই দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন তিনি। তার পরের দিনই কলকাতায় ফিরে অমিত শাহের সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী।

বিজেপিতে শুভেন্দু
জল্পনা অনেকদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনা ধীরে ধীরে বাস্তবের আকার নিচ্ছে। এক পা দু পা করে পদ্ম শিবিরের দিকে এগিয়ে চলেছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারী। সূত্রের খবর শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন িতনি। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। তার আগেই বিধায়ক পদ ছাড়বেন অধিকারী গড়ের রাজপুত্র।

অমিতের সভায় বড় ধাক্কা
১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। সেদিনই সভা করার কথা রয়েছে তাঁর। সেই সভাতেই তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিতে চলেছেন অমিত শাহ। তাঁর সভায় সেদিন দেখা যাবে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যদিও আগেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পালা।

টানাপোড়েনের অবসান
অবশেষে টানা পোড়েনের অবসান হতে চলেছে। গত তিন দিনে দল বদলের একাধিক ইঙ্গিত শুভেন্দু দিয়েছেন। রবিবার থেকে একের পর এক সভায় বদলের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তবে নিজে দল বদলাচ্ছেন কিনা খোলসা করে কোথাও ঘোষণা করেননি। শুভেন্দু বিজেপিতে গেলেই তাঁর হাত ধরে একাধিক তৃণমূল নেতা মন্ত্রীরা বিজেপিতে যোগ দেবে। এক কথায় মেদিনীপুরের সিংহভাগটাই বিজেপির দখলে চলে যেতে বসেছে।

মোদীর সঙ্গে সাক্ষাত
শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ১৭ তারিখেই দিল্লি যাচ্ছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। দিল্লিতেই তিনি বিজেপিতে যোগ দান করবেন বলে মনে করছে একাংশ। আবার শোনা যাচ্ছে অমিতের মেদিনীপুরের সভাতেই বিজেপিতে যোগ দেবেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুর জন্য নিরাপত্তা দেওয়া হবে। কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন শুভেন্দু অধিকারী। এমনই শোনা যাচ্ছে।
বৈঠক ঘিরে জিতেনের ধোঁয়াশার পাল্টা 'আমরা আর কদিন, ওরাই তো দেখবে' জবাব ফিরহাদের! চড়ছে পারদ