যতদিন মোদী ক্ষমতায় থাকবেন ততদিন আন্দোলন চালাতে প্রস্তুত, কৃষি আইনের প্রতিবাদে হুঙ্কার কৃষকদের
মোদী সরকার যতদিন ক্ষমতায থাকবেন ততদিন কৃষিআইনের প্রতিবাদে আন্দোলন জারি রাখবেন কৃষকরা। এমনই হুঙ্কার দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষিআইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। দিল্লি চলোর অভিযান শুরু করার আগে আন্দোলনে আরও ঝাঁঝ বাড়াতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কৃষক সংগঠনগুলি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন আগে এঁরাই কৃষিবিলের সমর্থন করেছিলেন। এখন তা কার্যকর হওয়ার পর বিরোধিতা শুরু করেছে। কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

হুঙ্কার কৃষকদের
কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছেন কৃষকরা। তাঁরা মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেছেন প্রয়োজনে মোদী সরকার যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আন্দোলন জারি রাখবেন তাঁরা। তবু কৃষি আইন প্রত্যাহারের দাবি থেকে সরবেন না। এই নিয়ে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছেন তাঁরা। কৃষি আইনের প্রতিবাদে দিল্লি চলোর ডাক দিয়েছেন কৃষকরা।

অবস্থানে অনড় কৃষকরা
কৃষি আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে অনড় কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের বিরোধিতায় আন্দোলন জোরদার করেছে কৃষকরা। ইতিমধ্যেই ভারত বনধের ডাক দিয়েছিল কৃষকরা। সেই বনধ সফল হয়েছে গোটা দেশে। প্রায় ১৬টি রাজনৈতিক দল কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছিল। তারমধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও ছিল। তারপরে একদিনের অনশন ধর্মঘটও করেছিল কৃষকরা। তাতে যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

ভুল বোঝাচ্ছে বিরোধীরা
কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন যাঁরা একসময় ক্ষমতায় ছিলেন তখন তাঁরা এই কৃষি বিলের সমর্থন করেছিলেন। ক্ষমতা হারাতেই কৃষিবিলের বিরোধিতা শুরু করেন তাঁরা। নাম না করে এক কথায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।

কৃষক বিক্ষোভ তীব্র হচ্ছে
পর পর ৫টি বৈঠক ব্যর্থ হয়েছে। অমিত শাহের সঙ্গে কৃষক প্রতিনিধিদের বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। প্রায় ২০ জন কৃষক প্রাণ হারিয়েছেন এই বিক্ষোভে এমনই দাবি করেছেন বিক্ষোভকারীরা। প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করে চলেছেন তাঁরা। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে তাঁদের খাবার ও গরম পোশাক দেওয়া হচ্ছে।
অমিত শাহের নির্দেশ পেয়েই কাজ শুরু মুকুলের! বিজেপিতে প্রথম দায়িত্বের কথা স্মরণ করলেন 'চাণক্য'